নয়াদিল্লি, 11 অক্টোবর: রাজ্যে প্রচুর পরিমাণে বিয়ের অনুষ্ঠানের কারণে শেষ পর্যন্ত রাজস্থানে বিধানসভা ভোটের দিন পরিবর্তন করে দিল নির্বাচন কমিশন ৷ সোমবার যে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছিল জাতীয় নির্বাচন কমিশন, সেখানে রাজস্থানে আগামী 23 নভেম্বর এক দফায় ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত সেই তারিখ পরিবর্তন করে দিতে বাধ্য হল কমিশন ৷ কারণ হিসাবে খোদ কমিশন জানাচ্ছে, এত পরিমাণ বিয়ের অনুষ্ঠান রয়েছে যে কারণে দিন পরিবর্তন করতে হচ্ছে ৷ 23 নভেম্বরের পরিবর্তে রাজস্থানে ভোটগ্রহণ হবে আগামী 25 নভেম্বর ৷
নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, রাজস্থানে ভোটের তারিখ পরিবর্তন করা হচ্ছে ৷ সেক্ষেত্রে কমিশনের দাবি, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের প্রতিনিধিত্ব এবং বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে উত্থাপিত ইস্যুগুলিকে বিবেচনা করেই ভোটগ্রহণের দিন পরিবর্তন করা হয়েছে ৷ পাশাপাশি কমিশনের দাবি, সেই দিন অর্থাৎ 23 নভেম্বর প্রচুর সংখ্যক বিয়ে এবং সামাজিক অনুষ্ঠানের কথা বিবেচনা করে দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে ৷
কমিশনের তরফে জানানো হয়েছে, সামাজিক অনুষ্ঠানে ভোট হলে বিপুল সংখ্যক লোকের অসুবিধার কারণ হতে পারে ৷ ভোটের সরঞ্জাম নিয়ে যওয়া আসার ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা হতে পারে বলে মনে করছে কমিশন ৷ এমনকী কমিশনের আশঙ্কা, ভোটের সময় ভোটারদের অংশগ্রহণ কম হতে পারে বিয়ে এবং সামাজিক অনুষ্ঠান থাকার দরুণ ৷ সেই সবদিক বিবেচনা করেই শেষ পর্যন্ত ভোটের দিনই বদলে দিল কমিশন ৷