নয়াদিল্লি, 8 জানুয়ারি : উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের নির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন (eci announces seven phases voting dates five states assembly election including uttar pradesh) ৷ শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে পাঁচ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র ৷ তিনি জানালেন, পাঁচ রাজ্যের মধ্যে কেবলমাত্র উত্তরপ্রদেশেই সাত দফায় ভোট হবে ৷ প্রথম দফার ভোট 10 ফেব্রুয়ারি ৷ ভোট শেষ 7 মার্চ ৷ মনিপুরে দু‘দফায় এবং পঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ায় একদফাতেই ভোট হবে ৷ পাঁচ রাজ্যে ভোটের ফল ঘোষণা 10 মার্চ ৷
তিনি জানান, উত্তরপ্রদেশে সাত দফায় ভোট ৷ প্রথম দফার ভোট 10 ফেব্রুয়ারি ৷ শেষ দফার ভোট 7 মার্চ ৷ পঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ায় এক দফাতেই ভোট ৷ 14 ফেব্রুয়ারি ওই ভোট হবে ৷ সেদিন উত্তর প্রদেশে দ্বিতীয় দফার ভোট ৷ উত্তরপ্রদেশে তৃতীয় দফার ভোট 20 ফেব্রুয়ারি ৷ ওই রাজ্যে চতুর্থ দফার ভোট ফেব্রুয়ারির 23 তারিখ ৷
27 ফেব্রুয়ারি পঞ্চম দফার ভোট হবে উত্তরপ্রদেশে ৷ সেদিনই মনিপুরে প্রথম দফার ভোট ৷ 3 মার্চ মনিপুরে দ্বিতীয় দফার ভোটের দিনই উত্তরপ্রদেশে ষষ্ঠ দফার ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র ৷
এবার ভোট নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল ৷ কারণ, করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে ৷ বিশেষ করে ওমিক্রনের সংক্রমণ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ বিশেষজ্ঞরা বলছেন, করোনার তৃতীয় ঢেউ হাজির হয়েছে ভারতে ৷ এই পরিস্থিতি ভোট করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে ৷
যদিও সব ধোঁয়াশা কাটিয়ে নির্বাচন ঘোষণা করল কমিশন ৷ পাশাপাশি জানিয়ে দিল করোনার জন্য বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে ৷ সেই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হল রাজনৈতিক সভা-মিছিলে নিষেধাজ্ঞা জারি করা (ECI Banes Public Poll Rallies) ৷