পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karnataka Assembly Polls 2023: 10 মে কর্ণাটক বিধানসভা নির্বাচন, ফল ঘোষণা 13 তারিখ

কর্ণাটক বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল ভারতীয় নির্বাচন কমিশন (Karnataka Assembly Polls 2023) ৷ সেই সঙ্গে কর্ণাটকে আদর্শ আচরণবিধি চালু হয়ে গেল ৷ নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই আন্তঃরাজ্য সীমানাগুলিকে নজরদারি শুরু করেছে কমিশন ৷

Karnataka Assembly Polls 2023 ETV BHARAT
Karnataka Assembly Polls 2023

By

Published : Mar 29, 2023, 12:13 PM IST

নয়াদিল্লি, 29 মার্চ: 10 মে কর্ণাটক বিধানসভা নির্বাচন ৷ আজ কর্ণাটক বিধানসভা ভোট 2023-এর দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (ECI Announces Karnataka Assembly Election Date) ৷ একদফাতেই 224 টি আসনে ভোট করাচ্ছে কমিশন ৷ ভোটের ফলপ্রকাশ হবে 13 মে ৷ উল্লেখ্য, নির্বাচন ঘোষণার আগেই আর্থিক লেনদেনের উপর নজরদারি শুরু করেছে কমিশনের আধিকারিকরা ৷ যাতে নির্বাচনের ক্ষেত্রে কোনও দুর্নীতির ঘটনা না ঘটে ৷ নির্বাচনের কারণে কমিশনের তরফে কর্ণাটকের প্রতিটি জেলায় 171টি চেক পোস্ট তৈরি করা হয়েছে ৷

এই চেক পোস্টগুলি মূলত প্রতিবেশী রাজ্যের সীমানায় বসানো হয়েছে ৷ মোট 19টি জেলায় এই চেক পোস্ট বসানো হয়েছে ৷ যাতে সড়কপথে গাড়িতে করে ভিনরাজ্য থেকে টাকা বা বেআইনি অস্ত্র প্রবেশ করতে না পারে ৷ নির্বাচন কমিশনের আধিকারিকরা জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী কর্ণাটকে চেকপোস্টের সংখ্যা আরও বাড়তে পারে ৷ মার্চের প্রথম সপ্তাহে ওই আধিকারিকের নেতৃত্বে কর্ণাটকের পরিস্থিতি পর্যালোচনা করেছিল ভারতীয় নির্বাচন কমিশন ৷ মূলত, নির্বাচনের দিন ঘোষণার আগে সবরকম প্রস্তুতি নিয়ে রাখতে সেই পর্যালোচনা করা হয় ৷ সেই মতো 19 জেলায় 171টি চেক পোস্ট বসানো হয়েছে ৷

সেই পর্যালোচনা রিপোর্ট অনুযায়ী, নির্বাচন কমিশনের নির্দেশ মতো তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, কেরল, মহারাষ্ট্র এবং গোয়া থেকে কর্ণাটকে প্রবেশের জাতীয় সড়ক এবং রাজ্য সড়কগুলির পাশে চেক পোস্ট তৈরি করা হয়েছে ৷ সেই চেক পোস্টগুলি দিয়ে যাতায়াত করা সব গাড়িতে তল্লাশি চালাচ্ছেন পুলিশ কর্মীরা ৷ কমিশনের ওই আধিকারিক জানিয়েছেন, কর্ণাটকের মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচন আধিকারিক প্রতিবেশী রাজ্যের পুলিশ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সহযোগিতা চেয়েছেন ৷

আরও পড়ুন:সপ্তাহের শুরুতেই কর্ণাটকে রাহুল গান্ধি, যোগ দেবেন যুবশক্তি সমাবেশে

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ছাড়াও রাজ্য পুলিশ, রাজস্ব বিভাগ, আবগারি বিভাগ, আয়কর, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, ইন্ডিয়ান কোস্ট গার্ড, এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সাহায্য চাওয়া হয়েছে ৷ পাশাপাশি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাহায্য চেয়েছে কর্ণাটকের রাজ্য নির্বাচন কমিশন ৷

ABOUT THE AUTHOR

...view details