নয়াদিল্লি, 14 অক্টোবর : হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের (Himachal Pradesh Assembly Elections 2022) দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (ECI) ৷ শুক্রবার নয়াদিল্লির নির্বাচন সদন থেকে এই ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ তিনি জানান, আগামী 12 নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন হবে ৷ ভোট গণনা হবে আগামী 8 ডিসেম্বর ৷
তবে হিমাচল প্রদেশের সঙ্গে গুজরাতেও বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Elections 2022) হওয়ার কথা ৷ তবে ওই রাজ্যে নির্বাচনের দিন এখনও ঘোষণা করেনি কমিশন ৷ তবে হিমাচলে ভোটের দিন থেকে ফলাফল ঘোষণার মধ্যে প্রায় একমাসের ফারাক রয়েছে ৷ তাই মনে করা হচ্ছে যে এই সময়ের মধ্যেই গুজরাতে কয়েক দফায় ভোট হবে ৷ তা পরে কমিশনের তরফে ঘোষণা করা হবে ৷
এদিকে এদিন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে তারা বদ্ধপরিকর ৷ পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কড়া নজর রাখা হবে ৷ ভুয়ো খবর ছড়ালেই কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷
প্রসঙ্গত, হিমাচল প্রদেশে বিধানসভায় 68টি আসন রয়েছে ৷ 2017 সালে 44টি আসনে জিতে সরকার তৈরি করে বিজেপি ৷ ওই রাজ্যে কংগ্রেস জিতেছিল 21টি আসনে ৷ এখন বিজেপির (BJP) 45, কংগ্রেসের 22 ও সিপিএমের একজন বিধায়ক রয়েছেন ৷