নয়াদিল্লি, 14 নভেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অপমানজনক ও ভুল মন্তব্যের অভিযোগে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিকে নোটিশ পাঠাল জাতীয় নির্বাচন কমিশন ৷ বিজেপির তরফে এই দুই বিরোধী নেতা-নেত্রীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল কমিশনে ৷ যার প্রেক্ষিতে মঙ্গলবার তাঁদের নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷ দু'জনকেই 16 নভেম্বরের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে ৷
সোশাল মিডিয়া এক্সে (পূর্বে টুইটার) আম আদমি পার্টি (আপ)-এর দুটি পোস্ট নিয়ে আপত্তি জানিয়েছিল বিজেপি ৷ কমিশনে গেরুয়া শিবিরে অভিযোগ করেছিল, ওই পোস্টগুলিতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করা হয়েছে ৷ ওই পোস্টগুলি শিল্পপতি গৌতম আদানি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কিছু দাবি করেছিল আপ ৷ এর বিরুদ্ধেই কমিশনে অভিযোগ জানায় বিজেপি ৷ এরপরেই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠিয়েছে কমিশন ৷ নোটিশে কমিশন জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে আপের ওই পোস্টগুলি নির্বাচনী বিধি ভঙ্গ করেছে ৷