নয়াদিল্লি, 9 জুন: আগামী বছরের গোড়াতেই দেশে লোকসভা নির্বাচন ৷ এখনও মেরেকেটে 10 মাসের উপর সময় রয়েছে ৷ তার আগেই কার্যত লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের পাশাপাশি চলতি বছরের শেষের দিকে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ আর তারই প্রস্তুতি নিচ্ছে কমিশন ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, পর্যায়ক্রমে সারা দেশে ইভিএম এবং পেপারট্রেল মেশিনগুলির প্রথম স্তরের পরীক্ষা শুরু করা হয়েছে ।
কমিশনের দাবি, মক পোল হল প্রথম স্তরের চেক প্রক্রিয়ার অংশ বিশেষ ৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে মার্চ মাসে সুরাতের একটি দায়রা আদালত ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে ৷ এরপরই তাঁর সাংসদ পদ খারিজ করে দেয় লোকসভার সচিবালয় ৷ ফলে কেরলের ওয়ানাদ আসনটি বর্তমানে খালি রয়েছে। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, মক পোলের মাধ্যমে ইভিএম পরীক্ষার একটি প্রাথমিক অনুশীলন চলছে ৷ পর্যায়ক্রমে কেরলের ওয়ানাদের নির্বাচনী এলাকা-সহ সারা দেশেই এটি অনুষ্ঠিত হবে ৷ নির্বাচন কমিশনের দাবি, এই ধরনের অনুশীলনের জন্য একটি ক্যালেন্ডার জারি করা হয় ৷ সেখানে স্থায়ী নির্দেশাবলী রয়েছে, যা প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের অনুসরণ করতেও বলা হয়েছে ৷