হাওড়া, 10 ডিসেম্বর : রেলের বাতিল যন্ত্রাংশ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের আমলে । সেই থেকেই বিভিন্ন সময়ে পূর্ব রেল তার বাতিল যন্ত্রাংশ টেন্ডারের মাধ্যমে বিক্রি করে আসছে । এতে একদিকে যেমন রেলের আয় বাড়ে, ঠিক তার পাশাপাশি কাজের জন্য জায়গার পরিমাণও বৃদ্ধি পায় । অবার রেল ট্রাকের কাছে পরে থাকা এই বাতিল যন্ত্রাংশ থেকে দুর্ঘটনা ঘটার ঝুঁকিও কমে ।
বাতিল যন্ত্রাংশ বিক্রি থেকে রেলের আয়ের পরিমাণ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে (Eastern railway is getting good price for rail scraps sell)। বৃহস্পতিবার এই বাতিল যন্ত্রাংশের বিক্রি থেকে একদিনে রেলের আয় হয়েছে 8 কোটি টাকা এবং এই বছরে এখনও অবধি মোট আয় বেড়ে দাঁড়িয়েছে 203 কোটি টাকায় । রেলের দাবি অনুযায়ী, এই আয় গত বছরের তুলনায় প্রায় 80% বেশি ।