পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

LAC : চিনের গতিবিধি বৃদ্ধিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নজরদারি জোরদার করল ভারত - ভারত

ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে মঙ্গলবার এই কথা জানিয়েছেন ৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও সীমান্তে নজরদারি বৃদ্ধি-সহ একাধিক পদক্ষেপ ভারতীয় সেনার তরফে করা হয়েছে বলে তিনি জানান ৷

eastern-army-commander-said-lac-under-constant-surveillance-amid-increased-activities-of-chinese-pla
LAC : চিনের গতিবিধি বৃদ্ধিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নজরদারি জোরদার করল ভারত

By

Published : Oct 19, 2021, 1:47 PM IST

রূপা (অরুণাচল প্রদেশ), 19 অক্টোবর : প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (Line of Actual Control) বরাবর যে জায়গাগুলিতে ভারতীয় সেনার (Indian Army) কড়া নজরদারি রয়েছে, সেখানে চিনের সেনার গতিবিধি সামান্য হলেও বেড়েছে ৷ মঙ্গলবার এই কথা জানিয়েছেন ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে (Eastern Army Commander Lieutenant General Manoj Pande) ৷

আরও পড়ুন :Indian Army Weapons : চিনকে জবাব দিতে ভারতীয় সেনার পাচ্ছে বিশেষ অস্ত্র, প্রস্তুতকারক নয়ডার স্টার্ট-আপ

তিনি জনান, প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়ে চিনের পিপলস লিবারেশন আর্মি (People's Liberation Army) বা পিএলএ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর প্রশিক্ষণের আয়োজন করে ৷ কিন্তু এবার তা অনেক বেশি মাত্রায় চলছে ৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছাকাছি তা করা হচ্ছে ৷ আর রিজার্ভ ফোর্সকে পিএলএ (PLA) সেখানে রেখে দিয়েছে ৷ এই পরিস্থিতি দেখে ভারতের তরফে ওই সমস্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে ৷

একই সঙ্গে তিনি জানান, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দুইদিকেই উভয়পক্ষ পরিকাঠামো উন্নয়নের কাজ করছে ৷ কিন্তু চিনের তরফে গ্রামগুলিকে সীমান্তের কাছে নিয়ে চলে আসা হচ্ছে ৷ এটা খুব চিন্তার বিষয় ৷ এটাকে মাথায় রেখেই ভারতের তরফে পর্যাপ্ত পরিকল্পনা করা হচ্ছে ৷

আরও পড়ুন :মিজ়াইল বা শত্রুপক্ষের যুদ্ধবিমানই হোক রোহিণীর নজর এড়ানো দুষ্কর

তবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও সীমান্তে নজরদারি বৃদ্ধি-সহ একাধিক পদক্ষেপ ভারতীয় সেনার তরফে করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে ৷ তিনি জানান, নজরদারির সমস্ত উৎসের কৌশলগত দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে ৷ একই সঙ্গে প্রতিটি সেক্টরে পর্যাপ্ত পরিমাণে সেনাও মোতায়েন রাখা হয়েছে ৷

তিনি উল্লেখ করেছেন, প্রযুক্তির ব্যবহার অনেক বেশি পরিমাণে করা হচ্ছে নজরদারির কাজে ৷ এর জন্য নজরদারিতে ড্রোন, আনম্যানড এরিয়াল ভেহিক্যাল বা ইউএভি, ব়্যাডার ইত্যাদি ব্যবহার করা হয়েছে ৷

আরও পড়ুন :Ladakh talks : মাঝপথে বৈঠক ভেস্তে যাওয়ায় ভারতের বিরুদ্ধে তোপ চিনের

প্রসঙ্গত, ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিবাদ দীর্ঘদিন ধরে চলছে ৷ মাঝে মধ্যেই চিনা সেনা ভারতের অংশ দখল করার চেষ্টা করে ৷ কিন্তু গত বছর তা ব্যাপক আকার নেয় পূর্ব লাদাখে ৷ গত বছরের জুনে পূর্ব লাদাখে দুই দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষও হয় ৷ এর জেরে বেশ কয়েকজন ভারতীয় জওয়ান শহিদ হন ৷

তার পর থেকে দুই দেশের মধ্যে সীমান্ত বিবাদ মেটাতে আলোচনা চলছে ৷ আর ভারতের তরফেও সীমান্ত ও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নজরদারি বাড়ানো হয়েছে ৷

আরও পড়ুন :Anantnag Encounter: অনন্তনাগে এনকাউন্টারে খতম জঙ্গি, জখম পুলিশকর্মী

ABOUT THE AUTHOR

...view details