পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাকভোরে কেঁপে উঠল প্রতিবেশী রাজ্য! ভূমিকম্পের মাত্রা 3.5 - কম্পন

Earthquake in Assam: বৃহস্পতিবার কাকভোরে ভূমিকম্পে কাঁপল অসমের গুয়াহাটি। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 3.5। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুযায়ী ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে ৷

ফাইল ছবি
Earthquake in Assam

By ANI

Published : Dec 7, 2023, 6:55 AM IST

Updated : Dec 7, 2023, 8:55 AM IST

গুয়াহাটি, 7 ডিসেম্বর:ভূমিকম্পে কাঁপল অসমের গুয়াহাটি। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 3.5। ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার নীচে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। বৃহস্পতিবার ভোর 5টা 42মিনিটে কেঁপে উঠে গুয়াহাটি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল গুয়াহাটি থেকে 63 কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে ৷

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, বৃহস্পতিবার সকালে রিখটার স্কেলে 3.5 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় অসমের গুয়াহাটিতে। এনসিএসের শেয়ার করা তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর 5.42 মিনিটে এই অঞ্চলে কম্পন অনুভূত হয়। দ্রাঘিমাংশ 92.08 ও 26.63 অক্ষাংশ বলে জানা গিয়েছে ৷ ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের উৎসস্থল ছিল গুয়াহাটি থেকে 63 কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে ৷

Last Updated : Dec 7, 2023, 8:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details