নয়াদিল্লি, 15 অক্টোবর: রবিবার বিকেলে ভূমিকম্পে কাঁপল দিল্লি ৷ রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 3.1 ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, দিল্লি-সহ গোটা ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনে (NCR) এদিনের কম্পন অনুভূত হয় ৷ বিকেল 4টে 8 মিনিটে এই ভূমিকম্প হয় ৷ তবে এতে ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি ৷ চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার কম্পন অনুভূত হল দিল্লি ও সংলগ্ন অঞ্চলে ৷ এর আগে গত 3 অক্টোবর 2 বার ভূমিকম্প হয় দিল্লিতে ৷ প্রথম কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল 4.6 ও দ্বিতীয়টির 6.2 ৷
জানা গিয়েছে, এদিনের ভূমিকম্পের এপি সেন্টার ছিল হরিয়ানার ফরিদাবাদ থেকে 9 কিলোমিটার দূরে ও দক্ষিণ-পূর্ব দিল্লি থেকে 30 কিলোমিটার দূরে ৷ হরিয়ানাতেও এদিন কম্পন অনুভূত হয় ৷ এদিনের ভূমিকম্পের ফলে দিল্লি ও সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের মধ্যে ৷ আতঙ্কে অনেকেই ঘর ও বহুতল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন ৷ সোশাল মিডিয়াতেও অনেকে তাঁদের এদিনের অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷ কম্পনের মাত্রা তুলনামূলকভাবে কম হলেও, এদিন তা ভালোই টের পাওয়া গিয়েছে ৷ অনেকের ঘরের আসবাবপত্র নড়তে শুরু করে এই কম্পনের জেরে ৷