পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভোরের অরুণাচলে ভূমিকম্প - earthquake

অরুণাচল প্রদেশের পশ্চিম কামেঙ্গ অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয় । ভোর 4 টে 9 মিনিটে ভূমিকম্প অনুভূত হয় ।

ভূমিকম্প
ভূমিকম্প

By

Published : Feb 9, 2021, 7:44 AM IST

অরুণাচল প্রদেশ, 9 ফেব্রুয়ারি : ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ । আজ ভোর 4টে নাগাদ ভূমিকম্প অনুভূত হয় অরুণাচল প্রদেশের পশ্চিম কামেঙ্গ অঞ্চলে ।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 2.3 । ভোর 4 টে 9 মিনিট 11 সেকেন্ডের নাগাদ পশ্চিম কামেঙ্গ অঞ্চলে কম্পন অনুভূত হয় । ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের তেজ়পুর থেকে 45 কিলোমিটার উত্তর পশ্চিমে ।
আরও পড়ুন : কাকভোরে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

গত সোমবার অসমের নাগায়নে ভূমিকম্প হয় । রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল 3.7 ৷

ABOUT THE AUTHOR

...view details