মুর্ঘব (তাজিকিস্তান), 23 ফেব্রুয়ারি: ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল তাজিকিস্তান (Earthquake Hits in Tajikistan)৷ চিনের সুদূর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের কাছে অবস্থিত তাজিকিস্তানের অল্প জনবসতিপূর্ণ প্রত্যন্ত এলাকায় বৃহস্পতিবার ভোরে ভূমিকম্প হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.8 ৷ মার্কিন ভূ-তাত্ত্বিক সার্ভে অনুসারে জানা গিয়েছে, এটির কেন্দ্রস্থল তাজিকিস্তানের মুর্ঘব থেকে 67 কিলোমিটার (41 মাইল) এবং মাটির নীচে 20 কিলোমিটার (12 মাইল) পর্যন্ত ছিল ৷ পামির পাহাড়ে অবস্থিত মুর্ঘব হল একটি জেলা সদর ৷ কয়েক হাজার লোকের বাস এই এলাকায় ৷
জিনজিয়াং অঞ্চলের কাশগর ও কিজিলসু কিরগিজ এলাকার সীমান্তে এই ভূমিকম্পটি প্রবলভাবে অনুভূত হয় ৷ তবে স্থানীয় তথ্য আধিকারিক ও রাজ্যের সংবাদমাধ্যমের দেওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ৷ চিনা ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল 7.2 এবং এর গভীরতা ছিল 10 কিলোমিটার (6 মাইল)৷ যদিও বিভিন্ন সংস্থার পরিমাপ বিভিন্ন হয়ে থাকে ৷