আন্দামান ও নিকোবর, 2 অগস্ট:ফের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.0 ৷ বুধবার ভোর 5টা 40 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) । ভূমিকম্পের উৎসস্থল ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কাছে সমুদ্রতলের 10 কিলোমিটার গভীরে ।
এনসিএস-এর রিপোর্ট অনুসারে, কম্পনের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ট থেকে 9.32 অক্ষাংশ এবং 94.03 দ্রাঘিমাংশে । তবে এখনও পর্যন্ত ভূমিকম্পে হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতিরও খবর নেই । ভূমিকম্পের তীব্রতা কম হলেও প্রশাসন দ্বীপগুলির পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় রেখে ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা জানার চেষ্টা হচ্ছে।
প্রসঙ্গত, এই নিয়ে গত পাঁচদিনের মধ্যে দ্বিতীয়বার কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৷ এর আগে শুক্রবার গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.8 । ভূমিকম্পটির উৎসস্থল ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কাছে সমুদ্রতলের 69 কিলোমিটার গভীরে ৷ শুক্রবার রাত 12:53 টায় দ্বীপগুলি কেঁপে ওঠে ৷ এনসিএস সিসমোলজিক্যাল রিপোর্টে এমনটাই জানিয়েছিল । এই ঘটনায়ও সম্পত্তির কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর আসেনি । তবে পরপর ভূমিকম্প ভাবাচ্ছে প্রশাসনকে ৷
আরও পড়ুন:24 ঘণ্টায় পাঁচবার কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও লাদাখ, চোরা আতঙ্ক
উল্লেখ্য, এর আগে 9 জুলাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাম্পবেল উপসাগরের দক্ষিণ-পূর্বে 5.3 মাত্রার কম্পন অনুভূত হয় । গত কয়েকমাসে দিল্লি এবং উত্তর ভারতের বেশ কয়েকটি অংশে ভূমিকম্প হয়েছে ৷ এর জেরে ক্ষয়ক্ষতিও হয় ৷ ঘটনাগুলিতে বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে । জুন মাসে 5.4 মাত্রার কম্পনে দিল্লি এবং আশেপাশের এলাকায় কেঁপে উঠেছিল । এই ভূমিকম্পের কেন্দ্র ছিল জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার একটি গ্রাম । তাছাড়া 11 মে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে 3.1 মাত্রার অনুভূত কম্পন হয়েছিল ।