পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delhi Air Pollution: দূষণে জেরবার দিল্লি! বৃহস্পতি থেকে রাজধানীর স্কুলগুলিতে শীতকালীন ছুটি ঘোষণা - দিল্লির বায়ুদূষণ

এতটাই বিষিয়েছে বায়ু যে আগামিকাল 9 থেকে 18 নভেম্বর পর্যন্ত স্কুলগুলিতে শীতকালীন ছুটি ঘোষণা করল রাজধানীর শিক্ষা অধিদফতর ৷ যাতে এই সময়টা শিশু ও শিক্ষকরা উভয়েই বাড়িতে থাকতে পারে ৷

Etv Bharat
দিল্লিতে দূষণ

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 4:14 PM IST

নয়াদিল্লি, 8 নভেম্বর: প্রবল দূষণে বিপর্যস্ত রাজধানী ৷ স্কুলগুলিতে ঘোষণা করে দেওয়া হল শীতকালীন ছুটি ৷ 9 থেকে 18 নভেম্বর পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে স্কুলগুলিতে ৷ বুধবার দিল্লি শিক্ষা অধিদফতর মারফৎ বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে ৷ এর আগে বাতাসের মান খারাপ থাকায় প্রাথমিকভাবে 3 থেকে 10 নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল ৷

বুধবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিল্লির মারাত্মক দূষণ সূচকের কারণে 2023-24 শিক্ষাবর্ষের জন্য শীতকালীন ছুটির নির্দেশ দেওয়া হয়েছে ৷ যাতে স্কুলগুলি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং শিশু ও শিক্ষকরা উভয়েই বাড়িতে থাকতে পারে ৷ সেই অনুযায়ী আগামিকাল 9 থেকে 18 নভেম্বর পর্যন্ত সমস্ত স্কুলে শীতকালীন ছুটি দেওয়া হবে ৷

বুধবার সকালে দিল্লি এবং শহরতলির বাতাসের গুণমান আবার নেমে গিয়েছে ৷ প্রতিবেশী রাজ্যগুলিতে ধানের খড় পোড়ানোর ধোঁয়াই দিল্লির বাযুদূষণের জন্য সিংহভাগ দায়ী ৷ শহরের বাতাসে বর্তমানে দূষণ সূচক দাঁড়িয়েছে 421-এ ৷ মঙ্গলবার বিকেল 4টেয় 395 থেকে যা আরও খারাপ হয়েছে ৷ সামান্য হ্রাস সত্ত্বেও PM2.5 -এর ঘনত্ব শ্বাসতন্ত্রের গভীরে প্রবেশ করতে সক্ষম ৷ সূক্ষ্মকণাও স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে ৷ রাজধানীতে সরকার কর্তৃক নির্ধারিত নিরাপদ সীমা প্রতি ঘনমিটার 60 মাইক্রোগ্রাম সাত থেকে আট গুণ বেশি ৷

এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দ্বারা নির্ধারিত 15 মাইক্রোগ্রাম ৷ যা প্রতি ঘনমিটারের স্বাস্থ্যকর সীমার 30 থেকে 40 গুণ ছিল ৷ ইন্দো-গাঙ্গেয় সমতল জুড়ে বেশ কয়েকটি শহরে বাতাসে দূষণের গুণমানের রিপোর্ট বিপজ্জনক ৷ যেমন: গাজিয়াবাদ (382), গুরুগ্রাম (370), নয়ডা (348), গ্রেটার নয়ডা (474), এবং ফরিদাবাদ (396) ৷

আরও পড়ুন : দিল্লির বিষবায়ু মোকাবিলায় 'কৃত্রিম বৃষ্টি' আনছে আইআইটি-কানপুর, বিষয়টা কী ?

ABOUT THE AUTHOR

...view details