নয়াদিল্লি, 8 জুন: ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে গেলে সীমান্ত শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে হবে ৷ বৃহস্পতিবার চিনকে এই ভাবেই কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তিনি বলেন, ‘‘ভারতও চায় চিনের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে, কিন্তু তা তখনই সম্ভব যখন সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকবে । ভারত চিনকে স্পষ্ট করে বলেছে যে সীমান্ত এলাকায় শান্তি না আসা পর্যন্ত দুই দেশের সম্পর্ক এগোতে পারবে না ।’’
মূলত, পূর্ব লাদাখে সীমান্ত পরিস্থিতি নিয়েই এ দিন নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠক থেকে জয়শঙ্কর এই বার্তা দিয়েছেন বেজিংকে ৷ একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, ‘‘যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এমন নয় । মোদ্দা কথা হল চিনের সঙ্গে, গালওয়ান হওয়ার আগেই, আমরা চিনাদের সঙ্গে কথা বলেছিলাম যে দেখুন আমরা আপনার বাহিনীর গতিবিধি দেখছি, যা আমাদের দৃষ্টিতে আমাদের বোঝাপড়ার লঙ্ঘন বলে মনে হচ্ছে । গালওয়ানের ঘটনার পরদিন সকালেও আমি চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলি ৷’’
বিদেশমন্ত্রীর আরও বক্তব্য, ভারত জবরদস্তি, প্রলোভন ও মিথ্যা বর্ণনায় প্রভাবিত হয় না । এই ক্ষেত্রে তিনি দেশের উত্তর সীমান্তের পরিস্থিতির প্রতি নয়াদিল্লির দৃষ্টিভঙ্গিকে উদাহরণ হিসেবে তুলে ধরেন ৷ একই সঙ্গে চিনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের যে ভারত বিরোধী, তা আরও একবার মনে করিয়ে দেন ৷