নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ রাষ্ট্রসংঘের 78তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) ভাষণ দেবেন ৷ সেই ভাষণ থেকেই তিনি কানাডাকে জবাব দিতে পারেন বলে মনে করছে কূটনৈতিক মহল ৷ তাই মঙ্গলবার তিনি কী বলেন, সেই দিকেই তাকিয়ে সারা বিশ্ব ৷
উল্লেখ্য, গত জুনে হরদীপ সিং নিজ্জার নামে এক ব্যক্তি কানাডার ব্রিটিশ কলোম্বিয়ার সারেতে খুন হন ৷ ভারত সরকারের কাছে ওই ব্যক্তি খালিস্তানপন্থী জঙ্গি হিসেবে পরিচিত ৷ এই দেশে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে ৷ তাঁর মাথার দামও ঘোষণা করে রেখেছিল এনআইএ ৷ সম্প্রতি নিজ্জারের হত্য়া নিয়ে ভারতের দিকে আঙুল তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তিনি দাবি করেন, ভারতীয় এজেন্টরা ওই খুনে জড়িত ৷ তাঁর সরকারের কাছে এই নিয়ে বিশ্বাসযোগ্য সূত্রে খবর রয়েছে ৷
তাঁর এই মন্তব্যের পরই দুই দেশের মধ্যে কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে ৷ এই প্রেক্ষিতে ভারতের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ কানাডার নাগরিকদের ভিসা বাতিল হয়েছে, কানাডায় বসবাসকারী ভারতীয়দের সতর্ক করা হয়েছে নিরাপত্তা সম্পর্কে, কানাডার এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে, নয়াদিল্লিতে অবস্থিত কানাডার দূতাবাসে কর্মী সংকোচনের কথাও বলা হয়েছে ভারতের তরফে ৷
পাশাপাশি ভারতের তরফে বারবার কানাডার প্রধানমন্ত্রীর অভিযোগকে উড়িয়ে দেওয়া হয়েছে ৷ তাই এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে দাঁড়িয়ে সাধারণ অধিবেশনে কানাডাকে কী বার্তা দেন, সেটাই এখন দেখার ৷