নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: লোকসভায় চিন ও পাকিস্তান নিয়ে (Rahul Gandhis comment on China Pakistan) মন্তব্যের জন্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির দিকে আক্রমণ শানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (EAM Jaishankar slams Rahul Gandhi) ৷ রাহুলকে একহাত নিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুও ৷
কী বলেছিলেন রাহুল ?
বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদজ্ঞাপন বক্তব্যে রাহুল গান্ধি (Congress leader Rahul Gandhi) লোকসভায় বলেন, "চিনের একটা পরিকল্পনা আছে । তারা কী চায়, সে বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার । ভারতের বৈদেশিক নীতির সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত পাকিস্তান আর চিনকে আলাদা রাখা । কিন্তু আপনারা (কেন্দ্রীয় সরকার) তাদের জোটবদ্ধ করেছেন ।"
এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (External Affairs Minister Dr S Jaishankar)৷ তিনি রাহুলের অভিযোগকে খারিজ করে দিয়ে বলেছেন, "1963 সালে পাকিস্তান বেআইনি ভাবে শাকসগাম উপত্যকা চিনের হাতে তুলে দিয়েছিল ৷ 1970 সালে চিন পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে কারাকোরাম হাইওয়ে বানিয়েছিল ৷ 1970 সাল থেকে দু দেশের মধ্যে ঘনিষ্ঠ পরমাণু সম্পর্ক রয়েছে ৷ 2013 সালে চিন-পাকিস্তান ইকোনমিক করিডর শুরু হয়েছে ৷ কাজেই নিজেদের জিজ্ঞেস করুন, সেই সময় কী চিন ও পাকিস্তানের মধ্যে দূরত্ব ছিল ?"
আরও পড়ুন:Rahul Criticizes Jammu Kashmir Decision : জম্মু ও কাশ্মীরের সিদ্ধান্তে পাকিস্তান ও চিনকে জোটবদ্ধ করেছে মোদিসরকার, আক্রমণ রাহুলের
লোকসভায় রাহুল কেন্দ্রকে নিশানা করে আরও বলেছিলেন, "নিজেদের জিজ্ঞাসা করুন, কেন আপনারা সাধারণতন্ত্র দিবসে অতিথি পাননি ৷ আজ ভারত সম্পূর্ণ ভাবে আইসোলেটেড ৷ আমাদের চারিদিক থেকে বন্ধ করে রেখেছে শ্রীলঙ্কা, নেপাল, বার্মা, পাকিস্তান, আফগানিস্তান ও চিন ৷ সবদিক থেকে আমরা আটকে রয়েছি ৷ আমাদের প্রতিপক্ষরা আমাদের অবস্থানটা বুঝতে পারছে ৷"
রাহুলের এই অভিযোগের জবাব দিয়ে জয়শংকর বলেন, "লোকসভায় রাহুল গান্ধি বলেছেন, সাধারণতন্ত্র দিবসে আমরা বিদেশি অতিথি পাইনি ৷ যাঁরা ভারতে আছেন তাঁরা জানেন, আমরা করোনার ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছি ৷ মধ্য এশিয়ার 5জন রাষ্ট্রপতি যাঁদের আসার কথা ছিল, তাঁরা 27 জানুয়ারি ভার্চুয়াল সামিটে মিলিত হয়েছেন ৷ রাহুল গান্ধি কি এটাও মিস করে গিয়েছেন ?"
আরও পড়ুন :Rahul Gandhi slams Centre : দেশে ধনী-দরিদ্রের ফারাক ক্রমশ বাড়ছে : রাহুল
রাহুলের মন্তব্যের জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু (Law Minister Kiren Rijiju slams Rahul Gandhi)৷ তিনি বলেছেন, "রাহুল গান্ধি দেশের বিচারবিভাগ ও নির্বাচন কমিশন নিয়ে যা বলেছেন, শুধু ভারতের আইনমন্ত্রী হিসেবেই নয়, একজন সাধারণ নাগরিক হিসেবেও তার সমালোচনা করছি ৷"
রাহুল গান্ধি লোকসভায় বলেছিলেন, "বিচারবিভাগ, নির্বাচন কমিশন, পেগাসাস হল রাজ্যগুলির কণ্ঠকে ধ্বংস করার হাতিয়ার ৷"