পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Guntur Incident: চন্দ্রবাবুর সভাস্থলে মৃতদের প্রত্যেকের পরিবারকে 32 লক্ষের ক্ষতিপূরণ ঘোষণা - অন্ধ্রপ্রদেশ

অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) গুন্টুরে আয়োজিত চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) সভাস্থলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় (Guntur Incident) মৃত প্রত্যেকের পরিবারকে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ (Compensation) দেওয়া হবে ৷ কারা কারা, কত টাকা দেবেন ক্ষতিপূরণবাবদ ?

each family of deceased persons in Guntur Incident will get Rs 32 lakh as compensation
প্রতীকী ছবি ৷

By

Published : Jan 2, 2023, 12:28 PM IST

Updated : Jan 2, 2023, 12:52 PM IST

হায়দরাবাদ, 2 জানুয়ারি:অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (Telugu Desam Party) বা টিডিপির (TDP) সভাপতি চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) সভাস্থলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় (Guntur Incident) বিরাট অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হল ৷ সূত্রের দাবি, এই ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবার ক্ষতিপূরণ বাবদ 32 লক্ষ টাকা করে পাবে ৷ এর মধ্যে পরিবার পিছু 20 লক্ষ দেবেন সভার আয়োজকরা । 5 লক্ষ টাকা করে দেবেন চন্দ্রবাবু নিজে । তাঁর দলের আরও দুই নেতা দেবেন যথাক্রমে 3 লক্ষ এবং 2 লক্ষ করে টাকা । আর রাজ্যের সরকার দেবে আরও 2 লক্ষ টাকা ৷ সব মিলিয়ে নিহতদের প্রত্যেকের পরিবার 32 লক্ষ টাকা করে আর্থিক (Compensation) ক্ষতিপূরণ পাবে ৷

প্রসঙ্গত, রবিবার বিকেলে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে সংশ্লিষ্ট জনসভাটির আয়োজন করা হয়েছিল ৷ হুড়োহুড়ির চোটে সেখানেই পদপিষ্ট হয়ে তিন মহিলার মৃত্যু হয় ৷ এর আগে, গত বুধবারও একই ঘটনা ঘটেছিল ৷ সেদিন নেল্লোর জেলার কাণ্ডুকুরে জনসভা ছিল চন্দ্রবাবুর ৷ সেই সভাস্থলেও পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে ৷ প্রাণ যায় আটজনের ৷ রবিবার সভাস্থলে উপস্থিত দুস্থদের মধ্য়ে ব়্যাশন বিলি করা হচ্ছিল ৷ তা নেওয়ার জন্যই হঠাৎ করে হুড়োহুড়ি পড়ে যায় ৷ তৈরি হয় চরম বিশৃঙ্খলা ৷ মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় ৷ প্রাণ দিয়ে যার খেসারত দিতে হয় তিন মহিলাকে ৷

আরও পড়ুন:চন্দ্রবাবু নাইডুর সভায় ফের পদপিষ্টের ঘটনা, গুন্টুরে প্রাণ গেল কমপক্ষে তিন মহিলার

অন্ধ্রপ্রদেশ পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, যখন পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছিল, ঠিক সেই সময় চন্দ্রবাবু সেখানে উপস্থিত ছিলেন না ৷ তার আগেই বাড়ির পথে রওনা দিয়েছিলেন তিনি ৷ কারণ, ততক্ষণে মূল সভা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গিয়েছিল ৷ কিন্তু, পূর্ব ঘোষিত নির্ঘণ্ট অনুসারে সভার পরই দুস্থদের ব়্যাশন ও পোশাক বিলি করার কথা ছিল টিডিপির তরফে ৷ সংক্রান্তি উপলক্ষে এই আয়োজন করা হয়েছিল ৷ সেই উপহার বিলির সময়েই ঘটে বিপত্তি ৷

উল্লেখ্য, 2024 সালে দক্ষিণের এই রাজ্য়ে বিধানসভা নির্বাচন হবে ৷ সেই বৈতরণী পেরোতে এখন থেকেই মাঠে নেমেছে টিডিপি ৷ রাজ্যের নানা প্রান্তে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন চন্দ্রবাবু নিজে ৷ কিন্তু, পরপর তাঁর দু'টি সভায় এমন ঘটনা ঘটায় চাপের মুখে পড়ে গিয়েছেন রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ বারবার এমন ঘটনার জেরে সভার আয়োজকদের বন্দোবস্ত নিয়েও প্রশ্ন উঠছে ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, এই পরিস্থিতিতে 'ড্য়ামেজ কন্ট্রোল' করতেই মৃতদের পরিবারকে মোটা টাকার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ৷

Last Updated : Jan 2, 2023, 12:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details