পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রত্যেক ড্রোনে ছিল দেড় কেজি আরডিএক্স, জম্মুর হামলায় নাম জড়াল এলইটি-র - LeT behind Jammu Air Force station attack

সেদিন রাতে আকাশে ড্রোন ঘোরাফেরা করতে দেখেছিল লোকজন ৷ ধারণা করা হচ্ছিল যে, জম্মু বিমানবন্দরে বায়ুসেনা ঘাঁটির বিস্ফোরণে জঙ্গিরা ড্রোনের ব্যবহার করেছে ৷ সূত্রে জানা গিয়েছে, ড্রোন থেকে হামলা চালিয়েছিল জঙ্গিগোষ্ঠী ৷

ড্রোন দিয়ে আক্রমণ জঙ্গিগোষ্ঠীর
ড্রোন দিয়ে আক্রমণ জঙ্গিগোষ্ঠীর

By

Published : Jul 6, 2021, 10:44 AM IST

Updated : Jul 6, 2021, 3:21 PM IST

জম্মু, 6 জুলাই : জম্মু বিমানবন্দরে বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন থেকে হামলা চালানো হয়েছিল ৷ প্রত্যেক ড্রোনে প্রায় 1.5 কিলোগ্রাম আরডিএক্স (RDX) ভরা ছিল বলে জানিয়েছে সূত্র ৷ হয় লস্কর-ই-তইবা (LeT) বা দা রেজিস্ট্যান্স ফ্রন্ট (The Resistance Front, TRF), এদের মধ্য়ে কেউ এই আক্রমণ চালিয়েছিল ৷ আর ড্রোনগুলিকে জিপিএস (GPS)-এর মাধ্য়মে চালনা করা হয়, সেটা হাতে হ্যান্ডলার দিয়ে, জানিয়েছে সূত্র ৷ যদিও সূত্রের নাম উল্লেখ করা হয়নি ৷

আরও পড়ুন : শ্রীনগরে সাধারণের ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি জেলা প্রশাসনের

বর্তমানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ (NIA) এই বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করছে ৷ 27 জুন রাতে জম্মু বিমানবন্দরের সাতওয়ারি ক্যাম্পাসে বায়ুসেনা ঘাঁটিতে 6 মিনিট ব্যবধানের মধ্যে পরপর দুটি বিস্ফোরণ হয় ৷ বিশেষ কিছু ক্ষতি না হলেও একটি বাড়ির ছাদ সামান্য় ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷ আর দু'জন কর্মী আহত হন ৷ এখান থেকে ভারত-পাকিস্তান সীমান্তের দূরত্ব প্রায় 14 কিলোমিটার ৷ ওই দিন রাতে সন্দেহজনক দুটি ড্রোনকে বায়ুসেনা ঘাঁটির আকাশে ঘুরতে দেখা গিয়েছিল ৷ তখন থেকে সন্দেহ করা হচ্ছিল এই হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে ৷

ন্যাশনাল সিকিওরিটি গার্ড (National Security Guard, NSG)-এর বিশেষ বম্ব স্কোয়াড (Special Bomb Squad) বিস্ফোরণের ধরন নিয়ে তদন্ত করছে ৷ পাশাপাশি ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) সব রকম পদক্ষেপ করেছে, যাতে ওই অঞ্চলে আর অন্য কোথাও এই ধরনের ঘটনা না ঘটে ৷ সম্প্রতি যে কোনও ধরনের ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন, শ্রীনগর প্রশাসন ৷ কড়া নজর রাখা হচ্ছে আকাশে ড্রোনের গতিবিধিতে ৷

Last Updated : Jul 6, 2021, 3:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details