নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর : সারা বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) বিভিন্ন উপহার পান ৷ ই-নিলামের মাধ্যমে সেই উপহারগুলি বিক্রি শুরু হল আজ, শনিবার থেকে ৷ আজ, 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন (Narendra Modi's birthday) ৷ সেই কারণেই আজ এই প্রক্রিয়া শুরু করল সংস্কৃতি মন্ত্রক ৷
এদিন সকালে টুইট করে এই খবর জানিয়েছেন, কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি ৷ তিনি জানিয়েছেন, https://pmmementos.gov.in - এই ওয়েবসাইটে ই-নিলাম হচ্ছে ৷ যে কেউ এই নিলামে অংশ নিতে পারেন ৷
এই প্রথম নয়, এর আগে আরও তিনবার এই ধরনের নিলামের আয়োজন করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে ৷ এবার নিলামে থাকছে 1200 সামগ্রী ৷ সেগুলি রাখা আছে নয়াদিল্লির ন্যাশনাল মর্ডান আর্ট গ্যালারিতে (National Gallery of Modern Art) ৷ ওয়েবসাইটেও সেগুলি দেখা যাচ্ছে ৷ এবার 2 অক্টোবর পর্যন্ত চলবে এই ই-নিলাম (E-Auction) ৷