নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: রাজ্যসভায় দাঁড়িয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi attacks congress over Emergency) ৷ কোনও রাখঢাক না করে সরাসরি তাঁর অভিযোগ, কংগ্রেস না থাকলে ভারতকে জরুরি অবস্থা, দুর্নীতি, শিখবিরোধী হিংসা (PM Modi on anti sikh riots), কাশ্মীরী পণ্ডিতদের প্রস্থান দেখতে হত না ৷ কংগ্রেসকে নিশানা করে মোদির তোপ, গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি রাজনৈতিক দলের পরিবারতন্ত্র (dynastic parties are biggest threat to democracy)৷
বাজেট অধিবেশনের শুরুতে প্রথামাফিক রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপন বক্তৃতায় গতকাল লোকসভায় কংগ্রেসকে তুলোধোনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ রাজ্যসভায় (PM Modi at Rajya Sabha) তিনি সেই আক্রমণের ঝাঁজ আরও বাড়ালেন ৷ কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, "আমাদের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হল পরিবারতান্ত্রিক দল ৷ যখন একটি রাজনৈতিক দলে একটিই পরিবার বেশি প্রভাবশালী হয়ে পড়ে, তখন রাজনৈতিক প্রতিভা ক্ষতিগ্রস্ত হয় ৷ কংগ্রেসকে যে জটিলতার সম্মুখীন হতে হয়েছে, তার একমাত্র কারণ, তারা পরিবারতন্ত্রের বাইরে আর কিছু ভাবেনি ৷"
আরও পড়ুন:PM Modi speech in Rajya Sabha: কোভিডের বিরুদ্ধে ভারতের লড়াইকে কুর্নিশ করেছে বিশ্ব: রাজ্যসভায় মোদি
মোদি যখন আক্রমণ শানাচ্ছেন কংগ্রেসের বিরুদ্ধে, তখন তার প্রতিবাদে সরব হন কংগ্রেস সাংসদরা ৷ তবে তাকে গুরুত্ব না দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, "কক্ষে এটা বলা হয়েছে যে, কংগ্রেস ভারতের শিলান্যাস করেছে আর বিজেপি শুধুই পতাকা উত্তোলন করেছে ৷ কক্ষে এটা রসিকতার সুরে বলা হয়নি ৷ এটা গুরুতর একটা ভাবনা থেকে এসেছে, যা দেশের পক্ষে সাংঘাতিক ক্ষতিকর ৷ কয়েকজন মনে করেন যে, 1947 সালে ভারতের জন্ম হয়েছিল ৷ এই ভাবনা থেকেই সমস্যার শুরু হয় ৷" মোদির কথায়, "এই ভাবনাচিন্তার প্রভাব গিয়ে পড়ে তাদের নীতির উপর, যারা গত 50 বছর ধরে কাজ করার সুযোগ পেয়েছে ৷ তারা স্বেচ্ছাচারিতার জন্ম দিয়েছে ৷ এই গণতন্ত্র আপনাদের দয়ায় আসেনি ৷ 1975 সালে যারা গণতন্ত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে, তাদের একথা বলা উচিত না ৷"