নয়াদিল্লি, 7 মে: রবিবার বিকেলে ধুলো ঝড়ে ঢাকল রাজধানী দিল্লি ৷ সেই সঙ্গে বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টিও হয়েছে ৷ ফলে পারদ পতনও হয়েছে প্রায় 2 ডিগ্রি ৷ এ বছর দিল্লির গড় তাপমাত্রা 37.4 ডিগ্রি ছিল ৷ তার থেকেও নীচে নেমেছে পারদ ৷ রবিবার বিকেলের বৃষ্টির পর এমনটাই জানিয়েছে ভারতীয় মৌসম ভবন ৷
রবিবার সকালেও দিল্লির তাপমাত্রা অনেকটাই কম ছিল ৷ সকাল 6টার সময় তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা 4 ডিগ্রি সেলসিয়াস কম ৷ বাতাসে আদ্রতার পরিমাণ ছিল 37 থেকে 82 শতাংশের মধ্যে ৷ এমনকি পালামের মানমন্দির এলাকায় সকাল সাড়ে 8টা থেকে বিকাল সাড়ে 5টা মধ্যে বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন ৷ মোটের উপর বৃষ্টির কারণে মে মাসের প্রথম সপ্তাহের শেষদিন আরাম দায়ক গেল দিল্লিবাসীর ৷ সোমবার সকালেও দিল্লির তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে ৷
সোমবার সকাল থেকে দিল্লির আকাশ মেঘলা থাকবে ৷ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সেই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে হাওয়া বইবে ৷ ফলে আরাম দায়ক আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস ভারতীয় মৌসম ভবনের ৷ দিনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা 23-38 ডিগ্রির মধ্যেই থাকবে ৷ উল্লেখ্য, শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস ছিল ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস ৷
আরও পড়ুন:বুধ পর্যন্ত বঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, দুর্যোগের শঙ্কায় আন্দামানে জারি সতর্কতা
প্রসঙ্গত, প্রাক বর্ষার মরশুমে গত 1 মার্চ থেকে এখনও পর্যন্ত 200 শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দিল্লিতে ৷ এই বৃষ্টির পরিমাণ আগামী 31 মে পর্যন্ত আরও বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া বিভাগ ৷ আর এর কারণে গত সপ্তাহ থেকে হওয়া পরপর দু’টি পশ্চিমি ঝঞ্জার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সফদারজং অবজারভেটরি অর্থাৎ, দিল্লির প্রাথমিক আবহাওয়া কেন্দ্র, 221 শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে গত 2 মাসের মধ্যে ৷ যেখানে 37.1 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা ৷ সেখানে 119 মিলিমিটার বৃষ্টি হয়েছে দিল্লিতে ৷