মিরাট (উত্তরপ্রদেশ), 24 অক্টোবর: বঙ্গ যেমন মেতে ওঠে দুর্গাপুজোর আনন্দে তেমনই ভারতের বিভিন্ন প্রান্ত মেতে ওঠে নবরাত্রির আনন্দে ৷ দুর্গাবরণ বা সিঁদুর খেলার মতোই জনপ্রিয় দশেরা বা রাবণ বধ ৷ অথচ অনেকেই জানেন না, এমনও একটি গ্রাম আছে, যেখানে দশেরার দিন রাবণ বধ হয় না ৷ শোক পালন করা হয় ৷ উত্তর প্রদেশের মিরাট, যা পুরাণের পাতায় রাবণের শ্বশুরবাড়ি হিসাবে পরিচিত ৷ সেখানে 166 বছর ধরে দশেরা পালন করা হয় না ৷ কারণ জানলে চমকে যেতে হয় ৷
দশেরা বা রাবণ বধের পিছনে মূল কারণ হিসাবে বলা হয়, শুভ শক্তির জয় আর অশুভ শক্তির বিনাশ ৷ সেখানে মিরাট জেলার গাগোল গ্রামে দেখা যায় অন্য ছবি ৷ এখানে গ্রামের ঘরে ঘরে শোক পালন করা হয় ৷ আসলে 165 সাল আগে এই গ্রামে ইংরেজরা 9জন বীর বিপ্লবীকে এই দিনে একসঙ্গে হত্যা করেছিল ৷ সেই ঘটনার পর থেকেই এখানেই দশেরা উৎসব পালন করা হয় না ৷
মহান বিপ্লবী এবং শহীদ ধন সিং কোতোয়ালের বংশধর তশবীর চাপরানা জানিয়েছেন, 1857 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এখানকার বাসিন্দারা ৷ তিনি জানান, 1857 সালের 10 মে মিরাটে ইংরেজ শাসনের বিরুদ্ধে বিপ্লব শুরু হয়েছিল। ধন সিং কোতোয়ালের নেতৃত্বে আশেপাশের জেলার লোকেরা সদর থানায় পৌঁছে ভাঙচুর শুরু করে এবং বন্দি যোদ্ধাদের মুক্ত করে ৷ পাঁচলি, নাংলা, ঘাট, গুমি, গাগোল, নূরনগর ও লিসাদি গ্রামের বিপ্লবীরা ধন সিং কোতোয়ালের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ৷