পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi in Mann Ki Baat: 'জি20-এর সভাপতিত্ব ভারতের কাছে বিরাট সুযোগ', দেশবাসীকে 'মনের কথা' বললেন মোদি - জি20 সভাপতিত্ব

জি20 গোষ্ঠীর সভাপতিত্ব (G20 Presidency) পেতে চলেছে ভারত ৷ যা দেশবাসীর কাছে এক বিরাট সুযোগ হতে চলেছে ৷ রবিবার তাঁর 'মন কি বাত' (Mann Ki Baat) অনুষ্ঠানে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 27, 2022, 1:10 PM IST

নয়াদিল্লি, 27 নভেম্বর: আগামী 1 ডিসেম্বর জি20 গোষ্ঠীর সভাপতিত্ব (G20 Presidency) ভারতের হাতে তুলে দেবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট (President of Indonesia) জোকো উইডোডো (Joko Widodo) ৷ জি20 গোষ্ঠীভুক্ত দেশগুলির বালি সম্মেলনের (Bali Summit) সমাপ্তি অনুষ্ঠানে (Closing ceremony) এই প্রক্রিয়া সারবেন তিনি ৷ এই ঘটনাকে বস্তুত ঐতিহাসিক মুহূর্ত বলে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ রবিবার তাঁর 'মন কি বাত' (Mann Ki Baat) অনুষ্ঠানে মোদি বলেন, এটি ভারতীয়দের কাছে একটি বিরাট সুযোগ ৷ তাঁর দাবি, এই দায়িত্ব পেয়ে ভারতীয়রা উচ্ছ্বসিত ৷

প্রসঙ্গত, এদিন ছিল মন কি বাত অনুষ্ঠানের 95তম পর্ব ৷ মোদির দাবি, এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি যেভাবে সরাসরি দেশবাসীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, তা কোনও আধ্যাত্মিক অনুভূতির থেকে কম নয় ! মোদি জানান, পরবর্তী জি20 সম্মেলনের 'থিম' কী হবে, সেই ভাবনা ইতিমধ্যেই পেশ করেছে ভারত ৷ তা হল, 'এক ভবিষ্যৎ, এক পরিবার' (One Future, One Family) ৷ এই থিম ভাবনার মাধ্যমে ভারত আদতে বিশ্বব্যাপী সৌভ্রাতৃত্ব, একতা ও সঙ্গবদ্ধতারই বার্তা দিয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

আরও পড়ুন:মহাকাশ গবেষণায় ভারতের সাফল্য বিশ্বকে চমকে দিয়েছে ! দাবি মোদির

জি20-এর সভাপতিত্ব পাওয়ার পাশাপাশি এদিনের মন কি বাত অনুষ্ঠানে ফের একবার মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতের অগ্রগতি এবং সাফল্য নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর বক্তব্যে উঠে আসে, মহাকাশে বিক্রম-এস রকেটের উৎক্ষেপণ প্রসঙ্গ ৷ মোদি বলেন, এই ঘটনা বিশ্বের দরবারে ভারতের মাথা আরও উঁচু করেছে ৷ বস্তুত, মহাকাশ গবেষণায় ভারত ক্রমেই স্বনির্ভর হয়ে উঠছে বলে দাবি করেছেন তিনি ৷ ভারত যে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির নতুন যুগে প্রবেশ করেছে, এই ধরনের ঘটনাই তার প্রমাণ বলে মনে করেন প্রধানমন্ত্রী ৷ এবং সেই সম্পর্কে দেশবাসীকেও অবহিত করেন তিনি ৷

Mann Ki Baat: 'জি20-এর সভাপতিত্ব ভারতের কাছে বিরাট সুযোগ', দেশবাসীকে 'মনের কথা' বললেন মোদি

মোদি বলেন, ভারতের যুব সমাজ মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিত্যনতুন কাজ করছে এবং দেশকে এগিয়ে নিয়ে চলেছে ৷ এদিন তাঁর বক্তব্যে ভারতীয় তরুণদের উদ্ভাবনী ক্ষমতার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ৷ এই প্রসঙ্গেই পণ্য সরবরাহ পরিষেবা এবং গ্রাহক স্বার্থে ড্রোন-এর মতো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের কথা উল্লেখ করেছেন তিনি ৷ মোদি জানিয়েছেন, হিমাচলপ্রদেশের পার্বত্য এলাকায় ড্রোন প্রযুক্তির সাহায্যেই আপেল সরবরাহ করা হচ্ছে !

এর পাশাপাশি, আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও ভারত যে অভূতপূর্ব সাফল্য পাচ্ছে, তারও উল্লেখ করেন মোদি ৷ তিনি জানান, ইদানীংকালে ভারতের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলি সম্পর্ক আরও দৃঢ় হয়েছে ৷ এছাড়াও, এদিন ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য়ের কথা সকলকে মনে করিয়ে দিয়েছেন মোদি ৷ এমনকী, এদিনের অনুষ্ঠান চলাকালীন মহাত্মা গান্ধির গাওয়া একটি গানের ভিডিয়ো শ্রোতাদের বাজিয়ে শুনিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details