পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pathankot Army Training : পাঠানকোটে সেনা অনুশীলনে মৃত্যু জওয়ানের, জখম একাধিক - পাঠাকোটে সেনা অনুশীলনে মৃত্যু জওয়ানের

পাঠানকোটে সেনা অনুশীলন চলাকালীন মৃত্যু হল এক সেনা জওয়ানের ৷ পাশাপাশি জখম হয়েছেন একাধিক জওয়ান ৷ সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, চরম আবহাওয়ার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে ৷

পাঠাকোটে সেনা অনুশীলনে মৃত্যু জওয়ানের
পাঠাকোটে সেনা অনুশীলনে মৃত্যু জওয়ানের

By

Published : Aug 21, 2021, 4:16 PM IST

Updated : Aug 21, 2021, 5:12 PM IST

পাঠানকোট, 21 অগস্ট :সেনাবাহিনীর রুটিন অনুশীলন চলাকালীন দুর্ঘটনায় মৃত্যু হল এক জওয়ানের ৷ জখম হয়েছেন আরও জনা দু'য়েক জওয়ান ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে সেনা হাসপাতালে ৷

এদিন সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, "নাইন কর্প-এর অধীনস্থ এলাকায় অনুশীলনের সময় চরম আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে ৷ একজন জওয়ান প্রাণ হারিয়েছেন ৷ আরও দু'জন গুরুতর জখম হয়েছেন ৷ তাঁদের পাঠানকোটের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷"

আরও জানানো হয়েছে, জখম জওয়ানদের আক্রান্ত ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ তাঁদের প্রয়োজনীয় যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন : J&K encounter : ফের উত্তপ্ত কাশ্মীর, সেনা সঙ্গে লড়াইয়ে নিহত 3 জঙ্গি

Last Updated : Aug 21, 2021, 5:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details