পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Attari-wagah border : 'সঠিক' কোভিড রিপোর্ট নেই, দ্বিতীয় চেষ্টাতেও দেশে ফেরা হল না 46 পাকিস্তানির

দ্বিতীয়বারও আত্তারি-ওয়াঘা সীমান্ত থেকে ফিরতে হল 46 জন পাকিস্তানিকে ৷ এবার পাকিস্তান সরকার ভারতে করানো করোনা রিপোর্টকে যথার্থতা দিল না ৷ পরীক্ষা করাতে হবে নতুন করে ৷

Attari-wagha border
আত্তারি-ওয়াঘা সীমান্ত

By

Published : Aug 25, 2021, 10:53 AM IST

অমৃতসর, 25 অগস্ট : পাকিস্তানের 46 জন নাগরিক পঞ্জাবের অমৃতসর থেকে পাকিস্তানে ফিরছিল। যাদের মধ্যে 23 জন শিশু ৷ পাকিস্তানি সরকার তাদের প্রবেশ নিষিদ্ধ করায় তাদেরকে আত্তারি-ওয়াঘা সীমান্ত (Attari-wagah border) থেকে ফেরত পাঠানো হল। এই পাকিস্তানি নাগরিকদের কাছে সঠিক কোভিড রিপোর্ট ছিল না বলে দাবি পাকিস্তান সরকারের ৷

ওই 46 জনের দলের একজন জানিয়েছেন, তাঁরা সোমবার অর্থাৎ 23 অগস্ট কোভিড পরীক্ষা করান ৷ কিন্তু পাকিস্তানি সরকার সেই রিপোর্টকে মানতে চায়নি। তাঁদেরকে ফের করোনা রিপোর্ট করতে বলা হয়েছে।

আত্তারি-ওয়াঘা সীমান্তের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর অরুণপাল সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "46 জন পাকিস্তানি নাগরিক তীর্থ করতে গত বছর ভারতবর্ষে এসেছিলেন ৷ লকডাউনের কারণে তাঁরা অমৃতসরে আটকে পড়েন।"

তিনি আরও বলেন, "পনেরো-কুড়ি দিন আগে ওই পাকিস্তানি নাগরিকরা আত্তারি-ওয়াঘা সীমান্তে এসেছিলেন ৷ কিন্তু আগে থেকে অনুমতি না থাকার কারণে তাঁদেরকে ফেরত পাঠানো হয়।"

অরুণপাল সিংয়ের অভিযোগ, "কিন্তু এখন তাঁদের সমস্ত কাগজপত্র ঠিক থাকার পরেও পাকিস্তান সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে ৷ তাঁদেরকে জিরো লাইন থেকে ফেরত পাঠিয়ে বলা হয়, আবার কোভিড রিপোর্ট করাতে হবে ৷ করোনা রিপোর্ট করিয়ে আগামীকাল তাঁদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।"

ABOUT THE AUTHOR

...view details