কচ্ছ (গুজরাত), 24 ডিসেম্বর: পাথর খাদানে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Mining Site) ৷ গুজরাতের (Gujarat) কচ্ছের সীমান্তবর্তী জেলার খাভদা এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ ধসের জেরে পাথরের নিচে অনেক শ্রমিক চাপা পড়ে যায় বলে জানা গিয়েছে ৷ শুক্রবার সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে ৷ এখনও পর্যন্ত একজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ আরও অনেকে চাপা পড়ে রয়েছে বলে জানা গিয়েছে ৷ গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চলেছে বলে জানা গিয়েছে ৷
খাভদা থানা থেকে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা 6টা নাগাদ স্থানীয় পাইয়া পাহাড়ে খননের কাজ চলছিল ৷ তখনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে । তখন জেসিবি মেশিন ও তিনটি ট্রাক দিয়ে খননের কাজ চলছিল । সেই সময় হঠাৎ উঁচু থেকে একটি বড় পাথর আছড়ে পড়ায় 4-5 জন শ্রমিক চাপা পড়েন । এই ঘটনার জেরে আশেপাশে কাজ করা শ্রমিকদের ভিড় জমে যায় । ঘটনার খবর পেয়ে পুলিশের একটি কনভয় ঘটনাস্থলে যায় ৷ আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কাজ শুরু হয় ৷