পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনার জেরে ভারতীয় শিখদের লাহোর সফরে অনুমতি দিল না পাক সরকার - রনজিৎ সিংয়ের মৃত্যুবার্ষিকী

করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে গেল শিখ তীর্থ যাত্রীদের লাহোর যাত্রা ৷ প্রতি বছর রনজিৎ সিংয়ের মৃত্যুবার্ষিকী পালন করতে লাহোরের গুরুদ্বারে যান ৷ করোনার জেরে এ বছর সরকারি অনুমতি মিলল না ৷

ভারতীয় শিখ
ভারতীয় শিখ

By

Published : Jun 17, 2021, 10:11 AM IST

অমৃতসর (পঞ্জাব), 17 জুন : শের-ই-পঞ্জাব মহারাজা রনজিৎ সিংহের মৃত্যুবার্ষিকী পালন করতে প্রতি বছর শিখ তীর্থযাত্রীদের একটি দল লাহোরের শ্রী দেহর সাহেব গুরুদ্বারে যান ৷ কিন্তু এ বছর শিখ তীর্থযাত্রীরা পাকিস্তান যেতে পারবেন না বলে বুধবার জানিয়েছে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি ৷

শিরোমণি গুরুদ্বার বান্ধব কমিটির যাত্রা বিভাগ থেকে টেলিফোনে কথা বলা হয় পাকিস্তান শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি সতওয়ান্ত সিং-য়ের সঙ্গে ৷ সেখানে তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে পাকিস্তানে রনজিৎ সিংয়ের মৃত্যুবার্ষিকীতে ভারতীয় শিখ তীর্থযাত্রীদের আসার অনুমতি দেয়নি পাকিস্তান সরকার ৷ শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির মিডিয়া সহকারী সচিব কুলবিন্দর সিং রামদাস স্বাক্ষরিত বিবৃতিতে এমনটাই বলা হয়েছে ৷

কুলবিন্দর সিং এ বিষয়ে জানিয়েছিলেন, শিখ তীর্থযাত্রীদের দল 21 জুন পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে ৷ 29 জুন মহারাজা রনজিৎ সিংয়ের মৃত্যুবার্ষিকী পালন করে 30 জুন ভারতে ফিরে আসবে ৷

কিন্তু করোনা পরিস্থিতির কারণে পাকিস্তান সরকারের অনুমতি না মেলায় পুরো বিষয়টি স্থগিত হয়ে যায় ৷ এর জন্য শিরোমণি গুরুদ্বার বান্ধব কমিটির তরফে আগত তীর্থযাত্রীদের যারা মহারাজা রনজিৎ সিংয়ের মৃত্যুবার্ষিকী পালন করতে পাকিস্তানে যাওয়ার জন্য নিজেদের পাসপোর্ট জমা দিয়েছিলেন, যাত্রা বিভাগ থেকে তাঁদের নথি সংগ্রহ করার জন্য বলা হয় ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details