মুম্বই, 4 ডিসেম্বর: মুম্বইয়ের বিলাসবহুল পাঁচতারা হোটেল তাজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন দুবাইয়ের এক ব্যবসায়ী (Businessman Jumps off Taj Terrace)৷ কোলাবা কমপ্লেক্সের হোটেের 10 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি ৷ তাঁর নাম শাহরুখ ইঞ্জিনিয়ার, বয়স 60 বছর ৷ কোলাবা থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে (Businessman dies by Suicide)।
কোলাবা থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর বিজয় হাতিসকর ইটিভি ভারতকে জানিয়েছেন যে, দুপুর আড়াইটের দিকে শাহরুখ ইঞ্জিনিয়ার তাজ হোটেলের 10 তলা থেকে ঝাঁপ দেন । তিনি গিয়ে পড়েন হোটেলের পাঁচ তলায় । রক্তাক্ত অবস্থায় তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ৷ ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় নিহত শাহরুখ ইঞ্জিনিয়ারের বাবা থানায় কোনও অভিযোগ দায়ের করেননি ৷ পুলিশ জানিয়েছে, শাহরুখ ইঞ্জিনিয়ার দুবাইয়ের একজন ব্যবসায়ী ৷ তিনি মুম্বইতে বসবাসকারী তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন । গতকাল বিকেলে তিনি তাজ হোটেলে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করেন । এরপর শাহরুখ হঠাৎ দশম তলার জানলা দিয়ে ঝাঁপ দিয়ে পঞ্চম তলায় এসে পড়েন ।