পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bus Accident in Delhi: নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং লটে ঢুকে পড়ল সরকারি বাস, দিল্লিতে মৃত এক - মর্মান্তিক বাস দুর্ঘটনা

দিল্লির রোহিনীতে দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একাধিক স্কুটি ও বাইকে ধাক্কা দিল্লি পরিবহণ নিগমের বাসের ৷ মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃত এক ৷ গুরুতর জখম 2 ৷ আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 7:38 PM IST

Updated : Nov 4, 2023, 9:53 PM IST

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একাধিক স্কুটি ও বাইকে ধাক্কা বাসের

নয়াদিল্লি, 4 নভেম্বর :নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একাধিক স্কুটি ও বাইকে ধাক্কা সরকারি বাসের ৷ শনিবার রাজধানী নয়াদিল্লির রোহিনী এলাকায় মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ই-রিকশা আরোহীর ৷ গুরুতর আহত আরও 2 পথচারী ৷ আহতরা সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে দাঁড় করানো স্কুটি এবং বাইকে ধাক্কা মারে ৷ দুর্ঘটনার কবলে পড়ে একটি ই-রিকশাও ৷ সেই রিকশার এক আরোহীরই মৃত্যু হয় ৷

জানা গিয়েছে, দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশেনের আওতাধীন এই বাস রোহিনী সেক্টর 3 ও সেক্টর 4-এর মধ্যে চলাচল করে ৷ এদিন বাসটি ডিপোতে ফিরে যাচ্ছিল ৷ সেই সময়েই হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি, ই-রিকশা, বেশ কয়েকটি স্কুটি ও বাইকে ধাক্কা মারে ৷ দুর্ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে ৷

এদিকে দুর্ঘটনার পরেই চালক বাসের জানালা বন্ধ করে দেন ৷ পুলিশ এলে তারপর জানালা খোলে ঘাতক বাসটির চালক ৷ চালর অসংলগ্ন থাকায় পুলিশের অনুমান তিনি মৃগী রোগে আক্রান্ত হয়েছিলেন ৷ তাতেই দুর্ঘটনাটি ঘটেছে ৷ তবে বাসটির চালক মদ্যপ অবস্থায় ছিল কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত দুর্ঘটনায় নিহত ব্যক্তির কোনও পরিচয় জানা যায়নি ৷ তবে তিনি দুর্ঘটনাগ্রস্ত ই-রিকশার আরোহী ছিলেন ৷ বাসে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ জনবহুল রাস্তায় অনিয়ন্ত্রিতভাবে বাস চালানোয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডার ভেঙে নীচে পড়ল বাস, আহত 20

এদিকে দিনের ব্যস্ততম সময়ে বাস দুর্ঘটনার জেরে এলাকায় যানজট সৃষ্টি হয় ৷ সমস্যায় পড়েন পথচারী থেকে শুরু করে গাড়ি চালক সকলেই ৷ যানজটে আটকে পড়ে দিল্লিবাসী ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ বেশ কিছুক্ষণ পর যান চলাচাল স্বাভাবিক হয় ৷ নিহতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷

Last Updated : Nov 4, 2023, 9:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details