পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্ত্রীর হাত ভেঙেও কমল না রাগ, তিন মাসের মেয়েকে আছড়ে মারল মদ্যপ বাবা - আছাড়

Father Killed Daughter: মদ খেয়ে এসে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তার হাত ভেঙে দিয়েছিলেন ৷ তাতেও রাগ কমেনি ৷ ঘুমন্ত তিনমাসের মেয়েকে তুলে আছাড় মেরে হত্যা করলেন মদ্যপ বাবা ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 2:31 PM IST

লখনউ, 29 নভেম্বর: মাটিতে আছড়ে তিনমাসের মেয়েকে হত্যা করল মদ্যপ বাবা ৷ বিষয়টি জানতে পেরেই প্রতিবেশীদের খবর দেন শিশুটির মা ৷ খবর যায় স্থানীয় থানায় ৷ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ ৷ অভিযুক্ত বাবা সৌরভের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয় ৷

জানা গিয়েছে, প্রায় দেড় বছর আগে লখনউয়ের ধরনাগের বাসিন্দা সৌরভের সঙ্গে সীতাপুরের বাসিন্দা মমতার বিয়ে হয় ৷ গত একবছর ধরে পাড়ার খুশলগঞ্জ হারদোয়া মোড়ের কাছে রাস্তোগী গেস্ট হাউজে গার্ড হিসেবে কাজ করতেন সৌরভ ৷

মমতা পুলিশকে জানান, সোমবার রাত 10টা নাগাদ মদ্যপ অবস্থায় সৌরভ বাড়িতে আসে ৷ এই নিয়ে তাঁর স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হয় ৷ এরপর মেরে মমতার হাত ভেঙে দেন সৌরভ ৷ তাতেও রাগ না-কমায়, বিছানায় ঘুমন্ত তিনমাসের মেয়েকে তুলে মেঝেতে ফেলে দেন ৷ যতক্ষণ না মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত মারতে থাকেন ৷ তারপর মেয়ের দেহ-সহ মমতাকে তালাবন্ধ করে দেন ৷ যন্ত্রণায় কাতর মমতা সারারাত মেয়ের দেহ কোলে নিয়ে কাঁদতে থাকেন ৷

এরপর সৌরভ ঘুমিয়ে পড়লে মমতা কোনওমতে ঘর থেকে বেরিয়ে প্রতিবেশী মহম্মদ উমরের মাকে বিষয়টি জানায় ৷ খবর পেয়ে পুলিশ আসে ৷ মমতার থেকে সব শুনে, সৌরভের বিরুদ্ধে লাঞ্ছনা ও অপরাধমূলক হত্যার অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details