নয়াদিল্লি, 20 নভেম্বর:পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কয়েক হাজার কোটি টাকা উদ্ধার করেছে নির্বাচন কমিশন ৷ খোদ নির্বাচন কমিশন সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে, পাঁচ রাজ্যের নির্বাচনে ভোটারদের প্ররোচিত করার লক্ষ্যে এক হাজার 760 কোটি টাকারও বেশি মূল্যের মাদক, নগদ, মদ এবং মূল্যবান ধাতু বাজেয়াপ্ত করা হয়েছে ৷
কমিশনের পোল প্যানেল জানিয়েছে, গত 9 অক্টোবর মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে যে পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে তা অভাবনীয় ৷ কমিশনের দাবি, ভোটের নজরদারিতে যে পরিমাণ নগদ, মাদক উদ্ধার হয়েছে তা 2018 সালে এই রাজ্যগুলির পূর্ববর্তী বিধানসভা নির্বাচনের তুলনায় সাত গুণেরও বেশি (239.15 কোটি টাকা)। যদিও ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং মিজোরামে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে। রাজস্থান, তেলেঙ্গানায় যথাক্রমে 25 নভেম্বর ও 30 নভেম্বর ভোট গ্রহণ হবে।
কমিশন সূত্রে খবর, 30 নভেম্বর তেলেঙ্গানায় নির্বাচন হতে চলেছে ৷ সেই রাজ্যে সর্বোচ্চ 659.2 কোটি টাকারও বেশি নগদ বাজেয়াপ্ত হয়েছে ৷ এরপরেই রয়েছে রাজস্থান ৷ সে রাজ্যে 650.7 কোটি টাকা, মধ্যপ্রদেশে 323.7 কোটি টাকা, ছত্তিশগড়ে 76.9 কোটি টাকা এবং মিজোরামে 49.6 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ প্রসঙ্গত, সম্প্রতি গুজরাত, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা এবং কর্ণাটকে অনুষ্ঠিত ছয়টি রাজ্যের বিধানসভা নির্বাচনে এক হাজার 400 কোটি টাকারও বেশি নগদ বাজেয়াপ্ত করা হয়েছিল ৷ এই রাজ্যগুলির পূর্ববর্তী বিধানসভা নির্বাচনের 11 গুণ বলে কমিশন জানিয়েছে ৷