তরন তারন (পঞ্জাব), 5 নভেম্বর: পঞ্জাবের তরন তারন এলাকা থেকে রবিবার দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে সেই রাজ্যের পুলিশ ৷ এদিন মাদক কারবারের সঙ্গে যুক্ত এক দলকে প্রায় 40 কিলোমিটার ধাওয়া করে ভারত-পাক সীমান্তের কাছে ওই দুষ্কৃতীদের আটকায় পুলিশ ৷ বাজেয়াপ্ত করা হয় প্রায় 2 কিলোগ্রাম হেরোইন ৷ গ্রেফতার করা হয় 2 জনকে ৷ পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব এদিন এই খবর জানিয়ে একটি পোস্ট করেন সোশাল মিডিয়া এক্সে ৷
পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, বড় সাফল্য পেয়েছে তরন তারন এলাকার পুলিশ ৷ ভারত-পাক সীমান্ত পর্যন্ত প্রায় 40 কিমি ধাওয়া করার পর 2 কুখ্যাত পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাজেয়াপ্ত হয়েছে 2 কেজি হেরোইন ৷ ধৃত দুই মাদক পাচারকারীর মধ্যে একজনের পায়ে চোট লেগেছে বলেও জানিয়েছে পুলিশ ৷ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু হয়েছে ও এফআইআর দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ পঞ্জাব পুলিশের ডিজিপি জানিয়েছেন, এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷