পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Punjab Shocker : মদ্যপ অবস্থায় বৃদ্ধা মা'কে ধর্ষণের অভিযোগ ছেলের বিরুদ্ধে - allegedly

মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় 32 বছরের যুবক বৃদ্ধা মা'কে ধর্ষণ করেছে বলে অভিযোগ । যুবককে খুঁজছে পুলিশ। পঞ্জাবের এই ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ৷

son raped mother
পঞ্জাবে বৃদ্ধা মাকে ধর্ষণ ছেলের

By

Published : Apr 19, 2023, 11:33 AM IST

বলুয়ানা (পঞ্জাব), 19 এপ্রিল: মাদকাসক্ত ছেলের লালসার শিকার হতে হল 75 বছর বয়সি মা-কে ৷ গুণধর ছেলে বৃদ্ধাকে ধর্ষণ করেছে বলে বুধবার থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ফাজিলকা জেলার বলুয়ানা এলাকায় ৷ অভিযোগ, মঙ্গলবার রাতে নেশাগ্রস্ত বড় ছেলে বৃদ্ধাকে ধর্ষণ করেছে । অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানা গিয়েছে ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের বয়স 32 বছর ৷ রাত 2 টার দিকে সে মদ্যপান করে এই জঘন্য অপরাধ করে বলে পুলিশের অনুমান। মহিলা অভিযোগ করেছেন, বাড়িতে কেউ ছিল না ৷ সবাই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল । এমতাবস্থায় বড় ছেলে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তাঁকে ধর্ষণ করে । অসহায় অবস্থায় পড়েছিলেন তিনি । ইতিমধ্যে তাঁর ছোট ছেলে এসে দাদার হাত থেকে মা'কে উদ্ধার করেন বলে জানা গিয়েছে ৷ এরপরেই অভিযুক্ত বড় ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷ বাহাওয়ালা থানার পুলিশ তদন্ত শুরু করেছে । অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে ।

ইটিভি ভারতের প্রতিনিধিকে নির্যাতিতার ছোট ছেলে বলেন, "মায়ের গলা শুনতে পেয়ে আমি তাঁকে উদ্ধার করতে ছুটে আসি । আমি গিয়ে দেখি তিনি জ্ঞান হারিয়েছেন ৷ যখন তাঁকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিলাম। আর ঠিক সে সময় দাদা পালিয়ে যায় । সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই ।" ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় থানার এসআই ইন্দ্রজিৎ কর নির্যাতিতার বয়ান রেকর্ড করতে হাসপাতালে পৌঁছেছেন । পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ।

নির্যাতিতা বৃদ্ধা বর্তমানে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সরকারি হাসপাতালের ডাক্তার জানান, তারা একটি অভিযোগ পেয়েছেন এবং মহিলাকে প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে । বর্তমানে তাঁর চিকিৎসা চলছে এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ।

আরও পড়ুন:বাঁকুড়ায় মদ্যপ স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ABOUT THE AUTHOR

...view details