পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Presidential Election 2022: সমর্থন চেয়ে মমতা-সোনিয়া-পাওয়ারকে ফোন দ্রৌপদীর ! - Congress Chief Sonia Gandhi

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র তরফে প্রার্থী করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে (NDAs Presidential Candidate Droupadi Murmu) ৷ তাঁর বিপক্ষে রয়েছেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা (Opposition Presidential Candidate Yashwant Sinha) ৷

Droupadi Murmu Speaks with Mamata-Sonia-Sharad to Support her Candidature
Presidential Election 2022 : সমর্থন চেয়ে মমতা-সোনিয়া-পাওয়ারকে ফোন দ্রৌপদীর !

By

Published : Jun 24, 2022, 2:18 PM IST

Updated : Jun 24, 2022, 4:48 PM IST

নয়াদিল্লি, 24 জুন : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) ফোন করলেন দ্রৌপদী মুর্মু (NDAs Presidential Candidate Droupadi Murmu) ৷ সমর্থন চেয়েই মমতাকে ফোন করেছেন রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election 2022) এনডিএ-র প্রার্থী ৷ সংবাদসংস্থা এএনআই একটি সূত্রকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে ৷

আগামী 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন ৷ সেই ভোটে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের তরফে প্রার্থী করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে ৷ শুক্রবার তিনি মনোনয়ন জমা দিলেন ৷

তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah), বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President JP Nadda)-সহ আরও অনেকে ৷

সমর্থন চেয়ে মমতা-সোনিয়া-পাওয়ারকে ফোন দ্রৌপদীর !

সূত্রের খবর, মনোনয়ন পেশের পরই দ্রৌপদী ফোন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ একই সঙ্গে তিনি ফোন করেছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Congress Chief Sonia Gandhi) ও এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে (NCP Chief Sharad Pawar) ৷ প্রত্য়েকের কাছেই তিনি সমর্থন চেয়েছেন ৷

তাঁর বিপক্ষে রয়েছেন যশবন্ত সিনহা (Opposition Presidential Candidate Yashwant Sinha) ৷ তাঁকে বিরোধী পক্ষের 18টি দল রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে ৷ তিনি আগামী 27 জুন মনোনয়ন জমা দেবেন বলে খবর ৷

তার আগে দ্রৌপদীর এই ফোন রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে ৷ এখন দেখার দ্রৌপদী মমতা-পাওয়ার-সোনিয়াদের সমর্থন পান কি না !

আরও পড়ুন :Presidential Election 2022: সমর্থন চেয়ে মমতা-সোনিয়া-পাওয়ারকে ফোন দ্রৌপদীর !

Last Updated : Jun 24, 2022, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details