নয়াদিল্লি, 24 জুন : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) ফোন করলেন দ্রৌপদী মুর্মু (NDAs Presidential Candidate Droupadi Murmu) ৷ সমর্থন চেয়েই মমতাকে ফোন করেছেন রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election 2022) এনডিএ-র প্রার্থী ৷ সংবাদসংস্থা এএনআই একটি সূত্রকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে ৷
আগামী 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন ৷ সেই ভোটে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের তরফে প্রার্থী করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে ৷ শুক্রবার তিনি মনোনয়ন জমা দিলেন ৷
তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah), বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President JP Nadda)-সহ আরও অনেকে ৷