পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Droupadi Murmu: বছর শেষে পাঁচদিনের দক্ষিণ ভারত সফর, ছাব্বিশে হায়দরাবাদে রাষ্ট্রপতি - দ্রৌপদী মুর্মু

আগামী 26 ডিসেম্বর হায়দরাবাদ (Hyderabad) এসে পৌঁছবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ৷ বছর শেষে পাঁচদিনের সফরে (Five Days Visit) দক্ষিণ ভারতে (South India) আসবেন তিনি ৷ থাকবেন তেলাঙ্গানায় ৷

Droupadi Murmu is coming Hyderabad on 26 December for Five Days Visit in South India
ফাইল ছবি ৷

By

Published : Dec 25, 2022, 8:34 PM IST

হায়দরাবাদ, 25 ডিসেম্বর: বছর শেষে পাঁচদিনের সফরে (Five Days Visit) দক্ষিণ ভারতে (South India) আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ৷ আগামী 26 ডিসেম্বর হায়দরাবাদ (Hyderabad) পৌঁছবেন তিনি ৷

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পাঁচদিনই তেলেঙ্গানায় থাকবেন দ্রৌপদী ৷ এই পাঁচদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় যাবেন তিনি ৷ ঘুরে দেখবেন একাধিক দর্শনীয় স্থান ৷ রাষ্ট্রপতির ভ্রমণসূচির এই তালিকায় রয়েছে রামাপ্পা এবং ভদ্রচলম মন্দিরও ৷ তাছাড়া, রাষ্ট্রপতি থাকাকালীন হায়দরাবাদে বেশ কিছু অনুষ্ঠানেরও আয়োজন করা হবে ৷ সেইসব অনুষ্ঠানে অংশ নেবেন দ্রৌপদী ৷ তেলেঙ্গানার মুখ্যসচিব সোমেশ কুমার এই তথ্য জানিয়েছেন ৷

আরও পড়ুন:অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি-উপ রাষ্ট্রপতির

তেলেঙ্গানায় থাকাকালীন 'হর দিল ধ্যান, হর দিন ধ্য়ান' প্রচার কর্মসূচির ফলক উন্মোচন করবেন রাষ্ট্রপতি ৷ রঙ্গারেড্ডি জেলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হবে ৷ নেপথ্যে রয়েছে শ্রী রামচন্দ্রজি মিশন কর্তৃপক্ষ ৷ এর আগেই সংস্থার পক্ষ থেকে আধিকারিকরা এই অনুষ্ঠানের কথা ঘোষণা করেছিলেন ৷ সেই অনুষ্ঠানে যে রাষ্ট্রপতি সামিল হবেন, তাও জানিয়েছিলেন তাঁরা ৷ এবার সরকারের পক্ষ থেকেও সেই তথ্যে সিলমোহর দেওয়া হল ৷

এদিকে, রাষ্ট্রপতি আসছেন ৷ তাই সাজো সাজো রব পড়ে গিয়েছে তেলেঙ্গানা সরকারের অন্দরে ৷ রাষ্ট্রপতির থাকা, খাওয়া-সহ অন্য়ান্য ব্যবস্থা তো রয়েছেই ৷ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল তাঁর নিরাপত্তা নিশ্চিত করা ৷ এসব নিয়ে আলোচনা করার জন্যই একটি জরুরি বৈঠক করেন রাজ্য়ের মুখ্যসচিব সোমেশ কুমার ৷ সেই বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও দফতরের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷ রাষ্ট্রপতির সফরে যাতে বিন্দুমাত্র সমস্য়া না হয়, তা নিশ্চিত করতে বৈঠকে উপস্থিত সকলকে পরস্পরকে সহযোগিতা করতে এবং একে-অপরের সঙ্গে সমন্বয় সাধন করে চলতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব ৷

রাষ্ট্রপতির সফর উপলক্ষে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হচ্ছে ৷ সূত্রের খবর, রাষ্ট্রপতির সুরক্ষার স্বার্থে বহুস্তরীয় নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হবে ৷ স্থানীয় পুলিশ প্রশাসন-সহ কেন্দ্রীয় সরকারি আমলা, আধিকারিক ও নিরাপত্তারক্ষীরা সেই ব্যবস্থাপনার মধ্যে থাকবেন ৷ থাকবেন সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দারাও ৷

দক্ষিণ ভারতে রাষ্ট্রপতি পৌঁছবেন আগামী 26 ডিসেম্বর ৷ থাকবেন 30 ডিসেম্বর পর্যন্ত ৷ ওই পাঁচদিন রাষ্ট্রপতির কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে রোজের ট্রাফিকে কিছু রদবদল ঘটানো হয়েছে ৷ বিভিন্ন দিনে বেশ কিছু রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে ৷ বহু রাস্তায় গাড়ি চলবে ঘুরপথে ৷ এমন ব্যবস্থা করা হবে, যাতে আমজনতাকে রাস্তায় বেরিয়ে নাকাল হতে না হয় ৷ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অন্তত এমনটাই দাবি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details