পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Droupadi Murmu Speech: 'ভারতে গরিব শুধু স্বপ্ন দেখে না, তা পূরণও করে...', বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদীর - প্রধান বিচারপতি

তিনি দরিদ্র, পিছিয়ে পড়া জনজাতির প্রতিফলন ৷ রাষ্ট্রপতি (President of India) পদে তাঁর নির্বাচন ভারতের প্রত্যেক গরিবের স্বপ্নপূরণ হওয়ার সম্ভাবনার প্রমাণ ৷ সোমবার দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণের পর এ কথা বললেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu Speech) ৷ আরও কী বার্তা ছিল তাঁর ভাষণে ?

Droupadi Murmu First Speech as President of India
Droupadi Murmu Speech: 'ভারতে গরিব শুধু স্বপ্ন দেখে না, তা পূরণও করে...', নিজেকে 'দরিদ্রের প্রতিফলন' উল্লেখ করে বার্তা দ্রৌপদীর

By

Published : Jul 25, 2022, 1:02 PM IST

নয়াদিল্লি, 25 জুলাই: "ভারতে দরিদ্ররা যে শুধুমাত্র স্বপ্নই দেখেন, তা নয় ৷ তাঁরা সেই স্বপ্ন পূরণও করেন ৷ রাষ্ট্রপতি পদে আমার নির্বাচনই তার প্রমাণ ৷" সোমবার দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণের পর এ কথা বলেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu Speech) ৷ নির্ধারিত সূচি মেনে এ দিন তাঁকে শপথবাক্য পাঠ করান দেশের প্রধান বিচারপতি (Chief Justice of India) এন ভি রামানা (Nuthalapati Venkata Ramana) ৷ এরপর প্রথা মেনে ভাষণ দেন দ্রৌপদী ৷ তুলে ধরেন নিজের জীবনের লড়াইয়ের কাহিনি ৷ জানান, তিনি যে ঘরে, যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে প্রাথমিক শিক্ষাটুকুও ছিল অলীক কল্পনা ৷ অথচ, দ্রৌপদী সেই বাধা কাটিয়েই গ্রামের প্রথম বাসিন্দা হিসাবে পৌঁছে যান শহরের কলেজের দরজায় ৷

এদিন একসঙ্গে একাধিক নজির গড়েছেন দ্রৌপদী ৷ 64 বছরের দ্রৌপদী দেশের কনিষ্ঠতম রাষ্ট্রপতি (President of India) ৷ যাঁর জন্ম হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পর ৷ দ্রৌপদী নিজের ভাষণেও সে কথা উল্লেখ করেছেন ৷ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ দিন দ্রৌপদী বলেন, "রাষ্ট্রপতি পদে আমার নির্বাচন আমার ব্যক্তিগত সাফল্য নয় ৷ এই ঘটনা আদতে দেশের প্রত্যেক গরিবের সাফল্য ৷" উল্লেখ্য, দ্রৌপদী মুর্মুই আমাদের দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি ৷

আরও পড়ুন:Droupadi Murmu oath taking ceremony: দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ দ্রৌপদী মুর্মুর

দ্রৌপদী তাঁর ভাষণেই বলেন, "দীর্ঘ বছর ধরে দরিদ্র, দলিত, পিছিয়ে পড়া জনজাতি, আদিবাসীরা সমস্ত রকমের উন্নয়ন থেকে বঞ্চিত থেকেছেন ৷ আজ তাঁরাই আমাকে তাঁদের প্রতিফলন হিসাবে দেখবেন ৷ এটা আমার কাছে অত্যন্ত তৃপ্তির বিষয় ৷" দ্রৌপদী মনে করেন, ভারতের কোটি কোটি মহিলার ক্ষমতা আজ তাঁর মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে ৷

প্রসঙ্গত, এ দিন সংসদের সেন্ট্রাল হলে দ্রৌপদী মুর্মুকে শপথবাক্য পাঠ করানো হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ অন্যরা ৷

ABOUT THE AUTHOR

...view details