নয়াদিল্লি, 25 জুলাই: "ভারতে দরিদ্ররা যে শুধুমাত্র স্বপ্নই দেখেন, তা নয় ৷ তাঁরা সেই স্বপ্ন পূরণও করেন ৷ রাষ্ট্রপতি পদে আমার নির্বাচনই তার প্রমাণ ৷" সোমবার দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণের পর এ কথা বলেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu Speech) ৷ নির্ধারিত সূচি মেনে এ দিন তাঁকে শপথবাক্য পাঠ করান দেশের প্রধান বিচারপতি (Chief Justice of India) এন ভি রামানা (Nuthalapati Venkata Ramana) ৷ এরপর প্রথা মেনে ভাষণ দেন দ্রৌপদী ৷ তুলে ধরেন নিজের জীবনের লড়াইয়ের কাহিনি ৷ জানান, তিনি যে ঘরে, যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে প্রাথমিক শিক্ষাটুকুও ছিল অলীক কল্পনা ৷ অথচ, দ্রৌপদী সেই বাধা কাটিয়েই গ্রামের প্রথম বাসিন্দা হিসাবে পৌঁছে যান শহরের কলেজের দরজায় ৷
এদিন একসঙ্গে একাধিক নজির গড়েছেন দ্রৌপদী ৷ 64 বছরের দ্রৌপদী দেশের কনিষ্ঠতম রাষ্ট্রপতি (President of India) ৷ যাঁর জন্ম হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পর ৷ দ্রৌপদী নিজের ভাষণেও সে কথা উল্লেখ করেছেন ৷ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ দিন দ্রৌপদী বলেন, "রাষ্ট্রপতি পদে আমার নির্বাচন আমার ব্যক্তিগত সাফল্য নয় ৷ এই ঘটনা আদতে দেশের প্রত্যেক গরিবের সাফল্য ৷" উল্লেখ্য, দ্রৌপদী মুর্মুই আমাদের দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি ৷