নয়াদিল্লি, 24 জুন : রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu Files Nomination for Presidential Election 2022) ৷ শুক্রবার সংসদ ভবনে গিয়ে তিনি মনোনয়ন জমা দেন ৷ তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah), বিজেপি'র জাতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ(BJP National President JP Nadda) আরও অনেকে ৷
আগামী 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) ৷ সেই ভোটে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের তরফে প্রার্থী করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে (NDAs Presidential Candidate Droupadi Murmu) ৷ শুক্রবার তিনি মনোনয়ন জমা দিলেন ৷ এদিন তাঁর মনোনয়ন ঘিরে সংসদে ভবনে হাজির হয়েছিলেন এনডিএ-র শীর্ষ নেতৃত্ব ৷ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ছাড়াও মোদি সরকারের ক্যাবিনেট মন্ত্রীরাও উপস্থিত ছিলেন ৷
এছাড়া যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath), শিবরাজ সিং চৌহান, প্রমোদ সাওয়ান্ত, হিমন্ত বিশ্বশর্মার (Assam CM Himanta Biswa Sarma) মতো একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷ দ্রৌপদী এনডিএ-র প্রার্থী হলেও তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন সরকারের বাইরে থাকা একাধিক রাজনৈতিক দল ৷