নয়াদিল্লি, 21 জুলাই : জল্পনার অবসান ৷ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu Elected as 15th President of India) ৷ যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি ৷ তবে ইতিমধ্যেই তিনি 50 শতাংশের বেশি ভোট পেয়ে গিয়েছেন ৷ ফলে এনডিএ (NDA)-র এই রাষ্ট্রপতি পদপ্রার্থীর জয় নিশ্চিত ৷
গত সোমবার, 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন হয় (Presidential Election 2022) ৷ বৃহস্পতিবার সকাল থেকে শুরু গণনা ৷ যদিও ফলাফল কী হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত ছিল ৷ তাই দেশের বিভিন্ন অংশে বিজয়োৎসবের প্রস্তুতি সেরে ফেলেছিল গেরুয়া শিবির ৷ কিন্তু জয় নিশ্চিত হওয়ার খবর আসতেই সেই উৎসবের জৌলুস আরও বেড়ে যায় ৷
তবে দ্রৌপদী মুর্মু তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে (Opposition Presidential Candidate Yashwant Sinha) কত ব্যবধানে হারালেন, শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি ৷ তবে হার স্বীকার করে ইতিমধ্যে দ্রৌপদীকে অভিনন্দন জানিয়েছেন যশবন্ত ৷ টুইট করেছেন তিনি এই নিয়ে ৷