নয়াদিল্লি, 25 জুলাই:দেশের প্রথম আদিবাসীরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন দ্রৌপদী মুর্মু ৷ তাঁর ঐতিহাসিক শপথ গ্রহণের সাক্ষী থাকল সংসদের সেন্ট্রাল হল ৷
আজ সকালেই রাষ্ট্রপতি ভবনে পদার্পণ করেন দেশের প্রথম নির্বাচিত আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu oath taking ceremony)৷ শপথ গ্রহণের আগে আজ সকালে তিনি (Droupadi Murmu) দেখা করেন তাঁর পূর্বসূরী রাম নাথ কোবিন্দের সঙ্গে ৷ তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিদায়ী রাষ্ট্রপতি (15th President of India)৷