পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Drone: জম্মুতে গুলি করে নামানো হল সন্দেহজনক ড্রোন, উদ্ধার বিস্ফোরক - বিস্ফোরক

জম্মুতে (Jammu And Kashmir) সন্দেহজনকভাবে একটি ড্রোন (Drone) উড়তে দেখে তাকে গুলি করে নামাল পুলিশ ৷ সেই ড্রোন থেকে বিস্ফোরক মিলেছে ৷

drone-shot-down-in-jammu and kashmir's-kanachak-explosive-material-recovered
জম্মুতে গুলি করে নামানো হল সন্দেহজনক ড্রোন, উদ্ধার বিস্ফোরক

By

Published : Jul 23, 2021, 12:30 PM IST

জম্মু, 23 জুলাই :ভূস্বর্গে (Jammu And Kashmir) আবারও আতঙ্ক ছড়াল ড্রোন (Drone)৷ কানাচক এলাকায় আজ সন্দেহজনকভাবে একটি ড্রোন উড়তে দেখে গুলি করে তাকে নামানো হয়েছে ৷ সেই ড্রোন থেকে বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ ৷

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, কানাচক এলাকায় একটি ড্রোনকে গুলি করে নামিয়ে আনা হয়েছে ৷ সেই ড্রোন থেকে মিলেছে বিস্ফোরক ৷ আরও বিস্তারিত খবরের জন্য অপেক্ষা করছি ৷

জম্মুতে গুলি করে নামানো হল সন্দেহজনক ড্রোন, উদ্ধার বিস্ফোরক

আরও পড়ুন:জম্মু-কাশ্মীরে জঙ্গি মোকাবিলার বলি হচ্ছেন সাধারণ নাগরিকরা

এর আগে 16 জুলাই সাতওয়ারি এলাকায় সন্দেহজনকভাবে একটি ড্রোনকে ঘোরাঘুরি করতে দেখা যায় ৷ ন্য়াশনাল সিকিউরিটি গার্ডের তৈরি অ্যান্টি-ড্রোন সিস্টেমের নজরদারিতে আসার পর জম্মু বায়ুসেনা ঘাঁটির উপর উড়ে বেড়ানো সেই ড্রোনকে নামিয়ে আনা হয়েছিল ৷

আরও পড়ুন :সোপোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম 2 জঙ্গি

গত মাসে জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলার পর অ্যান্টি-ড্রোন সিস্টেম তৈরি করেছে এনএসজি ৷ জম্মু ছাড়াও দেশের অন্যান্য বায়ুসেনা ঘাঁটির সুরক্ষার স্বার্থে ড্রোন নিয়ে বাড়তি সতর্কতা গ্রহণ করেছে বায়ুসেনাও ৷ জম্মুতে হামলার ঘটনার পর সাংঘাতিক হারে বেড়ে গিয়েছে ড্রোনের ওড়া ৷ সন্দেহজনক মনে হলেই সেই ড্রোনকে গুলি করে নামিয়ে আনছে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী ৷ গত কয়েকদিনে এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে ৷

ABOUT THE AUTHOR

...view details