তরন তারন (পঞ্জাব), 4 ডিসেম্বর: ড্রোনের মাধ্যমে মাদক পাচারের চেষ্টা রুখে দিল বাহিনী ৷ বিএসএফ-এর সঙ্গে যৌথ অভিযানে ভারত-পাক সীমান্ত (Heroin recovered along India Pakistan border) দিয়ে মাদক পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে দেয় পঞ্জাব পুলিশ ৷ রবিবার বিএসএফ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে 3 কেজি হেরোইন বহনকারী একটি কোয়াডকপ্টার ড্রোন উদ্ধার করেছে (Drone movement in tarn taran)৷
গোপন সূত্রে খবর পেয়ে, পঞ্জাবের তরন তারন জেলার ভালতোহা এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালায় সীমান্ত রক্ষী বাহিনী ও পঞ্জাব পুলিশ ৷ টুইটারে এই যৌথ অভিযানের সাফল্যের বিষয়ে জানিয়েছেন পঞ্জাবের ডিজিপি ৷ আধিকারিকরা জানিয়েছেন, রাত 11 টায় ভারত-পাক সীমান্তে তরন তারন এলাকার অমরকোটের বিওপি কালিয়াতে ড্রোন চলাচল করতে দেখা গিয়েছে ।