দিল্লির কাঞ্ঝাওয়ালার ঘটনায় নয়া সিসিটিভি ফুটেজ সামনে এল নয়াদিল্লি, 3 জানুয়ারি: বর্ষবরণের রাতে দিল্লির কাঞ্ঝাওয়ালার পথ দুর্ঘটনায় তরুণী মৃত্যুর ঘটনায় নয়া তথ্য সামনে এল ৷ পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্টে অঞ্জলি (20) নামে ওই তরুণীর উপর যৌন নির্যাতনের কোনও প্রমাণ মেলেনি ৷ এর আগে মৃতার পরিবারের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল মৃত্যুর আগে অঞ্জলি যৌন হেনস্থার শিকার হয়ে থাকতে পারে (Delhi Shocker Incident)৷
এর পাশাপাশি আরও কিছু নতুন তথ্য উঠে এসেছে পুলিশি তদন্তে ৷ সূত্রের খবর, ঘটনায় ধৃত 5 অভিযুক্তের মধ্যে দীপক খান্না পুলিশকে জানিয়েছে ওই দিন রাতে সেই গাড়ি চালাচ্ছিল ৷ গাড়ির চাকায় কিছু আটকে রয়েছে তা বুঝতে পেরেছিল দীপক ৷ গাড়িতে সওয়ার বাকি 4 জনকে সে জানিয়েছিল বিষয়টি ৷ কিন্তু বাকি যুবকেরা বিষয়টিতে গুরুত্ব না দিয়ে, গাড়ির নিচে কিছু আটকে নেই বলে তাকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে বলে ৷ রাত 2টো নাগাদ ঘটনাটি ঘটে ৷ তারপর প্রায় 13 কিমি ওইভাবেই হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যাওয়া হয় অঞ্জলির দেহ ৷ ভোর 4টে 10 মিনিট নাগাদ পুলিশ কাঞ্ঝাওয়ালার কাছে অঞ্জলির দেহ উদ্ধার করে (Kanjhawala death case)৷
আরও পড়ুন: তরুণীকে হিঁচড়ে নিয়ে যাচ্ছে গাড়ি, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
অন্যদিকে, সামনে এসেছে এই ঘটনার সঙ্গে যুক্ত একটি নতুন সিসিটিভি ফুটেজ ৷ সেখানে দেখা গিয়েছে অঞ্জলির এক বান্ধবী নিধি স্কুটি চালাচ্ছে ৷ পুলিশের ধারণা, ঘটনার আগে জায়গা বদলে অঞ্জলি চালকের আসনে যান ৷ ফলে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় ৷ অন্যদিকে, নিধি আহত অবস্থানেই ওই এলাকা থেকে পালায় ৷ পুলিশ জানিয়েছে, অপর তরুণীকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে ৷ তাঁর বয়ান রেকর্ড করা হবে (Kanjhawala death case in New Delhi) ৷
এই ঘটনায় ইতিমধ্যেই 5 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্তরা হল দীপক খান্না, অমিত খান্না, মনোজ মিত্তল, কৃষ্ণ ও মিথুন ৷ উল্লেখ্য, বর্ষবরণের রাতে দিল্লিতে এক ভয়াবহ ঘটনার মুখে পড়তে হয় ওই তরুণীকে ৷ পুলিশের বয়ান অনুযায়ী, স্কুটিতে করে যখন ওই তরুণী ও তাঁর বান্ধবী যাচ্ছিলেন সেসময়ে তাঁকে ধাক্কা মারে একটি গাড়ি ৷ এর জেরে পরে যান ও তরুণী এবং তাঁর পোশাক আটকে যায় ওই গাড়ির চাকায় ৷ অভিযোগ, ওই অবস্থাতেই হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে এই তরুণীকে কয়েক কিলোমিটার নিয়ে যায় গাড়ির চালক ৷ ঘটনার জেরে মৃত্যু হয় ওই তরুণীর ৷ চালক-সহ ওই মারুতি বোলেরোর 5 সওয়ারিই ছিল মদ্যপ ৷ পুলিশ যখন ওই তরুণীর দেহ উদ্ধার করে তখন তাঁর শরীরে পোশাকও ছিল না (lady died in Kanjhawala)৷