জলপাইগুড়ি, 2 জুন :রেলওয়ে ট্র্যাকে গ্যাস সিলিন্ডার দিয়ে কাজ হচ্ছে । তা দেখে ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনকে বড় দুর্ঘটনার থেকে বাঁচালেন চালক । তাঁর তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আলিপুরদুয়ারগামী 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস । ষ্টেশন মাস্টারের অভিযোগ, আগাম সতর্কতা ছাড়াই কাজ হচ্ছিল ।
ঘটনাটি ঘটেছে বানারহাট স্টেশনের অন্তর্গত দেবপাড়া চা বাগানের কাছে । আপ ট্রেন লাইনে গ্যাস সিলিন্ডার রেখে ঝালাইয়ের কাজ করছিলেন রেলকর্মীরা । লাইনের ওপর সিলিন্ডার দেখেই ইমার্জেন্সি ব্রেক কষেন চালক ।
সূত্রের খবর, বানারহাট রেল স্টেশনে ঢোকার মুখে লাইনের ওপর গ্যাসের সিলিন্ডার দিয়ে মেরামতির কাজ চলছিল । সেই লাইনেই চলে আসে শিয়ালদা থেকে আলিপুরদুয়ারগামী 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস । দূর থেকে লাইনে কাজ চলার দৃশ্য দেখে ইমার্জেন্সি ব্রেক কষলেও ট্রেনের ধাক্কায় ছিটকে যায় লাইনের ওপর থাকা গ্যাস সিলিন্ডার । সেই সিলিন্ডার ফেটে বড় দুর্ঘটনা ঘটতে পারত ।