পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Driver Forgets to Stop Train: স্টেশনে ট্রেন থামাতে ভুলে গেলেন চালক, পিছোল অর্ধেক কিমি - Bihar News

Driver Forgets to Stop Train in Bihar: বিহারের মানঝি স্টেশনে ট্রেন থামতে ভুলে গেলেন চালক ৷ ভুল শোধরাতে সেই ট্রেনই প্রায় অর্ধেক কিলোমিটার পিছিয়ে আনলেন তিনি ৷ এর ফলে হতে পারত বড় কোনও দুর্ঘটনা ৷

Driver Forgets to Stop Train
স্টেশনে থামতে ভুলে গেলেন চালক

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 4:28 PM IST

Updated : Oct 20, 2023, 5:37 PM IST

ছাপড়া, 20 অক্টোবর: নির্ধারিত স্টেশনে ট্রেন থামাতেই ভুলে গেলেন চালক ৷ স্টেশন ফেলে নিজের তালে ট্রেন নিয়ে এগিয়ে চললেন তিনি ৷ আর তা দেখে হতবাক ট্রেন থেকে নামার অপেক্ষায় থাকা যাত্রীরা ৷ পরে চালকের সম্বিত ফিরলে, প্রায় অর্ধেক কিলোমিটার পিছোতে হল সেই ট্রেনকে ৷ এর ফলে দুর্ঘটনাও ঘটতে পারত বলে আতঙ্ক প্রকাশ করেছেন ট্রেনের যাত্রীরা ৷ বিহারিরের ছাপড়ার ঘটনা ৷

চালক ট্রেন থামাতে ভুলে গেলেন: উৎসর্গ এক্সপ্রেস ট্রেনটি বিহারের ছাপড়ায় মানঝি স্টেশনে দাঁড়ানোর কথা ৷ তবে ট্রেন থামাতে ভুলেই গেলেন চালক ৷ ট্রেন না থামিয়ে তিনি স্টেশন ছেড়ে আরও এগোতে থাকলেন । হঠাৎই তিনি বুঝতে পারেন যে, একটি বড় ভুল করে ফেলেছেন । এরপর চালক তাঁর ভুল শোধরানোর জন্য যা করলেন, তা আরও বিপজ্জনক ৷ তার ফলে ঘটতে পারত বড়সড় কোনও দুর্ঘটনা ৷

নির্ধারিত স্টেশনে থামেনি ট্রেন:ঘটনাটি ঘটেছে বুধবার ৷ হঠাৎ রাতের অন্ধকারে মানঝি রেল সেতুর মাঝখানে থেমে যায় উৎসর্গ এক্সপ্রেস । ট্রেনটি দুর্ঘটনার মুখে পড়েছে কি না, তা দেখার জন্য রেলব্রিজের উপর ছুটে আসেন রামঘাটে বসে থাকা লোকজন ৷ সেতুর মাঝখানে প্রায় কুড়ি মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকে । এরপর ট্রেনটি পিছোতে শুরু করে ৷ কিছুটা পিছিয়ে ট্রেনটি থামে ফেরি হল্ট স্টেশনের কাছে ৷

সেতুর উপর দাঁড়িয়ে পড়ে ট্রেন

ট্রেন প্রায় অর্ধেক কিমি পিছিয়ে যায়:ছাপড়া থেকে ফারুখাবাদগামী উৎসর্গ এক্সপ্রেস ছেড়েছিল বুধবার রাতে ৷ কিন্তু ট্রেনটি মানঝি হল্ট স্টেশনে থামাতে ভুলে যান চালক ৷ এরপর নিজের ভুল বুঝতে পেরে মানঝি ব্রিজে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন তিনি ৷ 20 মিনিট দাঁড়ানোর পর প্রায় আধা কিলোমিটার পিছিয়ে এসে মানঝি হল্ট স্টেশনে দাঁড়ায় ট্রেনটি ৷

আরও পড়ুন:বালাসোর ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় 28 দেহের সৎকার

চালকের গাফিলতিতে হতে পারত দুর্ঘটনা: উল্লেখ্য, ছাপড়া বারাণসী রেলওয়ে সেকশনে কাউরু ধারু গ্রামের কাছে নতুন মানঝি স্টেশন তৈরি করা হয়েছে এবং অনেক ট্রেন মানঝি হল্টে থামে না । এই স্টেশনের ঠিক সামনেই ঘাঘরা নদীর ব্রিজ শুরু হয় । লোকো পাইলট যখন ব্রেক কষেন, ট্রেনটি তখন স্টেশন ছেড়ে সামনে চলে গিয়েছে । উঠে পড়েছে রেলব্রিজের উপর ৷ আবার ট্রেনটি পিছিয়ে আনায় তার ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

এই ঘটনার সত্যতা স্বীকার করে ছাপড়া জাংশনের স্টেশন ম্যানেজার বিনয় কুমার জানান, এই ঘটনাটি ঘটেছে । পরে চালক গাড়িটিকে পিছিয়ে আবার মানঝি স্টেশনে নিয়ে আসেন । তবে এরই মধ্যে দীর্ঘক্ষণ ট্রেনটি সেতুর মাঝখানে দাঁড়িয়ে থাকে । তাঁর কথায়, "এর যৌথ রিপোর্ট ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বারাণসীর কাছে পাঠানো হয়েছে । এখন কী ব্যবস্থা নেওয়া হয় তা দেখার বিষয় ।"

Last Updated : Oct 20, 2023, 5:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details