নয়াদিল্লি, 14 নভেম্বর: বড় স্বপ্ন দেখতে হবে ৷ নতুন ও উন্নত ভারতের জন্য স্বপ্ন দেখতে হবে ৷ শিশু দিবসে শিশুদের এই বার্তা (President Message to Children) দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)৷ সোমবার রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে (আরবিসিসি) তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ৷ তাদের দেশের সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থাকতে এবং সর্বদা বাবা-মাকে সম্মান করতে ও মাতৃভূমিকে ভালবাসতে বলেন রাষ্ট্রপতি (President Murmu Message to Children)৷
এ দিন রাষ্ট্রপতি মুর্মু বলেন, শৈশব জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় । তাঁর কথায়, "শিশুরা যেমন সে ভাবেই তাদের গ্রহণ করা হয় । এটিই তাদের এত জীবন্ত করে তোলে । আজ আমরা শিশুদের পবিত্রতাকে উদযাপন করছি ৷"
প্রতিটি নতুন প্রজন্ম নতুন সম্ভাবনা ও নতুন স্বপ্ন নিয়ে আসে বলে মত রাষ্ট্রপতির । তিনি বলেছেন, "এটি প্রযুক্তিগত এবং তথ্য বিপ্লবের একটি নতুন যুগ । শিশুরা এখন বিভিন্ন গার্হস্থ্য, সামাজিক এবং পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতন । প্রযুক্তির আবির্ভাবের সঙ্গে জ্ঞান এবং তথ্য এখন তাদের নখদর্পণে ৷ সুতরাং এটা আরও গুরুত্বপূর্ণ যে, আমরা তাদের সঠিক মূল্যবোধ শেখানোর জন্য আরও বেশি প্রচেষ্টা করি এবং বিভিন্ন ক্রিয়াকলাপ ও আলোচনায় তাদের যুক্ত করি । আমরা শিশুদের কাছ থেকেও অনেক কিছু শিখতে পারি ৷"