নয়াদিল্লি, 5 এপ্রিল : ডিফেন্স ল্যাবরেটরি যোধপুর এবং ডিআরডিও-র যৌথ উদ্বগে তৈরি তিনটি কাফ রকেট বা খড়ের রকেট এবার ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত হতে চলেছে ৷ শর্ট রেঞ্জ চাফ রকেট, মিডিয়াম রেঞ্জ চাফ রকেট এবং লং রেঞ্জ চাফ রকেট ৷ এই তিনটি রকেট সাম্প্রতিককালে আরব সাগরের উপরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে উৎক্ষেপণ করে পরীক্ষা করা হয় ৷ যার ফলাফলে নৌসেনা কতৃপক্ষ বেশ সন্তুষ্ট ৷
প্রসঙ্গত, এই খড়ের তৈরি রকেট হল প্যাসিভ এক্সপ্যান্ডেবল ইলেক্ট্রলিক কাউন্টারমেজ়র টেকনলজি ৷ যা বিশ্ব জুড়ে নৌবাহিনীর জাহাজকে শত্রুর ব়্যাডার এবং আরএফ মিসাইল থেকে রক্ষা করে ৷ এই উদ্ভাবন নিয়ে ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, খুব কম পরিমাণ চাফ মেটিরিয়াল রয়েছে যা হাওয়ায় শত্রু পক্ষে মিসাইলের গতিপথ বদলে দিয়ে আমাদের যুদ্ধ জাহাজগুলিকে রক্ষা করবে ৷