পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

DRDO Advisory: তথ্যপাচার রুখতে কড়া নির্দেশিকা ডিআরডিও'র, কর্মীদের সোশাল মিডিয়া এড়ানোর পরামর্শ

তথ্যপাচারের অভিযোগে গত 3 মে গ্রেফতার করা হয় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও'র বিজ্ঞানী প্রদীপ কুরুলকারকে ৷ এই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কড়া নির্দেশিকা জারি করেছে ডিআরডিও ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : May 21, 2023, 11:11 PM IST

নয়াদিল্লি, 21 মে:সম্প্রতি তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও'র বিজ্ঞানী প্রদীপ কুরুলকারকে ৷ শত্রুপক্ষকে তথ্য পাচারের অভিযোগ রয়েছে ওই বিজ্ঞানীর বিরুদ্ধে ৷ এই ঘটনার পর এবার কড়া পদক্ষেপ করল দেশের এই প্রতিরক্ষা গবেষণা সংস্থা ৷ ডিআরডিও এর তরফে রবিবার এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে, এই সংস্থার কর্মীরা যেন কোনও অজ্ঞাত নম্বর থেকে আসা ফোন না ধরেন ৷ সোশাল মিডিয়া ব্যবহার করতেও নিষেধ করা হয়েছে তাঁদের ৷

এই প্রসঙ্গে সংবাদ সংস্থাকে ডিআরডিও এর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সংস্থার কর্মীদের সতর্ক করা ও সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ সত্ত্বেও এই ঘটনা ঘটেছে ৷ বিষয়টি দুঃখজনক ৷ প্রদীপ কুরুলকারের ঘটনার পরেই এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে ৷

এই ঘটনায় ডিআরডিও এর প্রধান ডঃ শমীর ভি কামাত কড়া অবস্থান নিয়েছেন বলে খবর ৷ তিনি নির্দেশ দিয়েছেন সংস্থার সমস্ত কর্মীকে এই নির্দেশ মেনে চলতে হবে ও সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ৷ মূল হোয়াটসঅ্যাপ নম্বর ও অন্যান্য অ্যাপের সূত্র ধরে শত্রপক্ষ ভারতের প্রতিপক্ষ বিজ্ঞানীদের টার্গেট করছে বলে মনে করা হচ্ছে ৷ তাঁদের বিভিন্ন ফাঁদে ফেলে বা প্রলোভন দেখিয়ে তথ্য হাতানোর চেষ্টা করা হচ্ছে ৷ উল্লেখ্য, দেশের নিরাপত্তার ভেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম ও গোপন তথ্য নিয়ে কাজ করে ডিআরডিও ৷ তাই তাদের থেকে তথ্য পাচার হলে তা দেশের নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে ৷

উল্লেখ্য, গত 3 মে মহারাষ্ট্র পুলিশের অ্যান্টি টেরর স্কোয়াড গ্রেফতার করে ডিআরডিও এর বরিষ্ঠ বিজ্ঞানী প্রদীপ কুরুলকারকে ৷ তার বিরুদ্ধে মধুমক্রের ফাঁদে পড়ে দেশের নিরাপত্তা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের গোয়েন্দাদের কাছে পাচার করে দেওয়ার অভিযোগ রয়েছে ৷ সামাজিক মাধ্যমে এক মহিলা তাঁকে ফাঁদে ফেলেন বলে জানা যায় ৷

আরও পড়ুন: মর্সবিতে মোদি-ম্যানিয়া ! পাঁ ছুয়ে প্রণাম নিউ গিনির রাষ্ট্রপ্রধানের, বুকে টেনে নিলেন নমো

ABOUT THE AUTHOR

...view details