নাগপুর, 7 জানুয়ারি: সেনাবাহিনীকে সাহায্য করবে রোবট ৷ বিশেষ ভাবে তৈরি করা হয়েছে এই রোবটকে ৷ রেলওয়ে ওয়াগন, এয়ারক্রাফ্টের ক্ষেত্রে সংকীর্ণ জায়গাগুলিতে পৌঁছে যাবে এই রোবট ৷ আইডি অর্থাৎ ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (Improvised explosive device) সনাক্ত করতে পারবে ৷ সাধারণত, বম্ব স্কোয়াড এই কাজ করে থাকে ৷ কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় স্কোয়াডের কর্মীদের ৷ যে কোনও মুহূর্তে প্রাণনাশের আশঙ্কা থাকে ৷ ঠিক এখানেই বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞদের সাহায্য করবে এই বিশেষ রোবট (A bomb detection and destruction robot developed by DRDO will soon be inducted into the Indian Army) ৷ অপরিসর জায়গা, যেখানে মানুষ ঢুকতে পারবে না সেখানেও চলে যাবে রোবট ৷ তাই এর নাম কনফাইন্ড স্পেস রিমোটলি অপারেটেড ভেহিকল (confined space remotely operated vehicle, CSROV) ৷ এটি তৈরি করেছে প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা বিভাগ ডিআরডিও (DRDO is the R&D wing of Ministry of Defence Govt. of India) ৷
সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুরে মহারাজ নাগপুর ইউনিভার্সিটি চত্বরে 108তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের প্রদর্শনীর আয়োজন করা হয় ৷ শ'য়ে শ'য়ে পরীক্ষামূলক যন্ত্রপাতি স্থান পেয়েছিল সেখানে ৷ কিন্তু সবচেয়ে বেশি ভিড় জমেছিল ডিআরডিওর ক্যাম্পে ৷ প্রতিদিন বহু উৎসাহী সাধারণ মানুষ সেনাবাহিনীর প্রযুক্তি, কাজকর্মের ধরন জানতে ডিআরডিওর স্টলে যাচ্ছে ৷ আজই শেষ হচ্ছে বিজ্ঞান কংগ্রেস (Indian Science Congress 2023)।
আরও পড়ুন: বারাণসীতে গঙ্গাকে স্বচ্ছ রাখবে রোবট নৌকা !