পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

DRDO Director in Honey Trap: হানিট্র্যাপে পড়ে পাক যুবতীর সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখেন ডিআরডিও প্রধান, গিয়েছেন ডান্স বারেও

হানিট্র্যাপে পড়ে পাকিস্তানি যুবতীর সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখেছিলেন ডিআরডিও প্রধান প্রদীপ কুরুলকার ৷ তিনি ওই যুবতীর সঙ্গে ডান্স বারেও গিয়েছিলেন ৷ এই তথ্য এসেছে এটিএস-এর হাতে ৷

DRDO Director in Honey Trap
ডিআরডিও প্রধান

By

Published : May 14, 2023, 5:34 PM IST

পুনে, 14 মে: এটিএস-এর তদন্তে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর এক তথ্য । সূত্রের তথ্য অনুযায়ী, ডিআরডিও-র প্রধান প্রদীপ কুরুলকারের ই-মেল চেক করে এটিএস জানতে পেরেছে যে, পাকিস্তানি একটি মেয়ের সঙ্গে বিদেশে গিয়ে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখেছেন তিনি ৷ এমনই তথ্য উঠে এসেছে তদন্ত সংস্থার হাতে । শুধু তাই নয়, বিদেশি ডান্স বারে ওই যুবতীর সঙ্গে কুরুলকারকে মৌজ-মস্তি করতেও দেখা গিয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা ৷

পুনেতে ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশনের (ডিআরডিও) অধিকর্তা প্রদীপ কুরুলকারকে গ্রেফতার করেছে এটিএস ৷ তিনি হানিট্র্যাপে পড়ে পাকিস্তানকে দেশের গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ কুরুলকারকে গ্রেফতারের পর 9 তারিখ পর্যন্ত তাঁকে এটিএস হেফাজতে দেওয়া হয় । তাঁকে পুনের শিবাজি নগরের একটি আদালতে পেশ করা হলে তাঁর এটিএস হেফাজতের মেয়াদ 15 তারিখ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় ৷

পাকিস্তান থেকে আসা মেইলগুলো চেক করা হলে এই চমকপ্রদ তথ্য উঠে আসে । কুরুলকার সরকারি পাসপোর্টে ছয়টি দেশ সফর করেছেন । এই সফরে তিনি ওই যুবতীর সঙ্গে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখেছেন বলে জানা গিয়েছে । সেই ভারত-পাক ক্রিকেট ম্যাচের রেকর্ডিংও তদন্তকারী সংস্থা পরীক্ষা করছে বলে জানিয়েছে সূত্র ৷ তদন্ত সংস্থা কুরুলকারের মেল চেক করলে, ই-মেইলে ক্রিকেট ম্যাচ এবং খেলার বিষয়ে পাঁচটি লাইন দেখতে পান । সেখানে লেখা ছিল, "আমাদের ম্যাচ খেলার পর আমরা ডান্স বারে গিয়ে মজা করব ৷"

এই বিষয়ে আরও তদন্ত করছে এটিএস । হানিট্র্যাপে পড়ে কুরুলকার ওই যুবতীর সঙ্গে শুধু হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াতেই যোগাযোগ করেননি, ই-মেইলের মাধ্যমেও পাকিস্তান গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ ছিল কুরুলকারের । ফরেনসিক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে । ই-মেইল কথোপকথনও প্রকাশ্যে এসেছে । 9 তারিখের শুনানিতে এটিএস কিছু বিষয় সামনে আনে ।

জানানো হয়, প্রদীপ কুরুলকার ডিআরডিও-র গেস্ট হাউসে একজন মহিলার সঙ্গে দেখা করেছেন । সেই মহিলা কে ? কেন এই মহিলার দেখা হয়েছিল ? এর পিছনে ঠিক কী কারণ, তাও খতিয়ে দেখা হচ্ছে এটিএসের মাধ্যমে । কুরুলকার সরকারি যে পাসপোর্ট ব্যবহার করেছেন তার তথ্যও নেওয়া হচ্ছে ।

আরও পড়ুন:দেশে প্রথম বাংলা ! আইসিএসই-তে বর্ধমানের সম্বিত, আইএসসি-তে কলকাতার মান্য

ABOUT THE AUTHOR

...view details